KING MIDAS GOLDEN TOUCH – Story Writing

KING MIDAS GOLDEN TOUCH 

Points: Midas, a king—extreme greed for gold-prays to God for golden touch—God grants the prayer—everything turns into gold—his daughter toomgets disappointedprays to take back the boon.

Once there was a rich king. His name was Midas. Though rich, he had an extreme greed for gold. He prayed to God for golden touch. It meant, whatever he touched would be turned into gold. God granted his prayer. The king was very happy. He enjoyed turning everything around him into gold just by touching it. Thus he amassed great wealth. In the fit of happiness he embraced his loving daughter. Then and there the daughter became a statue of gold. The king became disappointed. With a heavy heart, he started praying to God to take back the boon and give back life to his daughter. He was doubly happy when God took away the boon. 

Moral: One should not be greedy.

রাজা মিডাসের সােনালি ছোঁয়া 

একদা এক ধনী রাজা ছিল। তার নাম ছিল মিডাস। ধনী হলেও তার সােনার জন্য ভীষণ লােভ ছিল। সে ভগবানের কাছে সােনালি ছোঁয়ার জন্য প্রার্থনা জানায়। এর অর্থ, সে যা কিছু ছোঁবে তাই সােনা হয়ে যাবে। ভগবান তার প্রার্থনা মঞ্জুর করলেন। রাজা খুব খুশি স্রেফ ছুঁয়ে সে তার চারদিকের প্রতিটি জিনিস সােনায় পরিণত করাটা উপভােগ করত। এভাবে সে প্রচুর সম্পত্তি সঞ্চয় করে। আনন্দের চোটে সে তার প্রিয় কন্যাকে আলিঙ্গন করে। তখনই মেয়েটা সােনার মূর্তি হয়ে যায়। রাজা হতাশ হয়ে পড়ে। বিষন্ন চিত্তে সে বর ফিরিয়ে নেওয়ার জন্য এবং তার মেয়েকে জীবন ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করতে শুরু করে। যখন ভগবান আশীর্বাদটা ফিরিয়ে নিলেন সে দ্বিগুণ খুশি হয়েছিল। 

নীতিকথা: কারও লােভী হওয়া উচিত নয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment