সামাজিক পরিবেশ কাকে বলে? শিশুর জীবন বিকাশে সামাজিক পরিবেশের ভূমিকা আলোচনা করো।

সামাজিক পরিবেশ কাকে বলে? শিশুর জীবন বিকাশে সামাজিক পরিবেশের ভূমিকা আলোচনা করো।

উত্তরঃ-

আমাদের চারপাশে যেসব মানুষ রয়েছে তাদের নিয়ে গঠিত পরিবেশকে সামাজিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশের উপাদানগুলো হল – পরিবার, কমিউনিটি, শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া মানুষের বিভিন্ন নিয়ম কানুন আচার-অনুষ্ঠান, মূল্যবোধ, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি বিষয়গুলিও সামাজিক পরিবেশের অন্তর্গত।

শিশুর জীবন বিকাশে সামাজিক পরিবেশের ভূমিকা: 

1) দৈহিক বিকাশ: সামাজিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান হল পরিবার।

2) মানসিক বিকাশ: জীবনের শুরু থেকেই প্রথমে পরিবার এবং তারপর পর্যায়ক্রমে বিদ্যালয়, ক্লাব ইত্যাদি সামাজিক পরিবেশ শিশুর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

3) ভাষার বিকাশ: শিশু যে সমাজে জন্মায় সেই সমাজের প্রচলিত ভাষায় সে কথা বলতে শেখে ও মনের ভাব প্রকাশ করে। এইভাবে সমাজের দ্বারা শিশুর ভাষার বিকাশ হয়।

4) নৈতিক বিকাশ: বিভিন্ন সামাজিক সংস্থা ও সামাজিক অনুষ্ঠান শিশুর নৈতিক বিকাশে সহায়তা করে।

5) প্রাক্ষোভিক বিকাশ: পরিবারের পিতা-মাতা, ভাই-বোন, অন্যান্য সদস্য এবং পাড়া-প্রতিবেশী, বিদ্যালয়ের বন্ধু, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদির সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশুর প্রাক্ষোভিক বিকাশ ঘটে।

6) ব্যক্তিত্বের বিকাশ: সামাজিক পরিবেশে বিভিন্ন ক্রিয়া-প্রতিক্রিয়ার দ্বারা শিশুর অপরিণত ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটে।

7) আধ্যাত্মিক বিকাশ: সামাজিক পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান থাকে। এই প্রতিষ্ঠানগুলি শিশুর মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশে সহায়তা করে।

8) আগ্রহের বিকাশ: সামাজিক পরিবেশে বসবাসকারী বিভিন্ন মানুষের কার্যাবলী, আচার অনুষ্ঠান ইত্যাদি দেখতে দেখতে শিশুর মধ্যে বিভিন্ন বিষয়ে আগ্রহের সৃষ্টি হয়। তাই বলা যায় সামাজিক পরিবেশ শিশুর আগ্রহের বিকাশে সহায়তা করে।

9) সু-অভ্যাস গঠন: সমাজের ভালো দিক বা ভালো মানুষদের দেখে উপযোগী সু অভ্যাস গঠন করে থাকে শিশুরা। অর্থাৎ সমাজ সামাজিক পরিবেশ শিশুর মধ্যে সু অভ্যাস গঠনে সাহায্য করে।

10) সামাজিক শৃঙ্খলা বোধের বিকাশ: প্রত্যেক সমাজের কিছু নিয়মকানুন থাকে যা প্রত্যেককেই মেনে চলতে হয়। এর দ্বারা শিশুর মধ্যে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা বোধের বিকাশ ঘটে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment