লিঙ্গ নির্ধারণ কাকে বলে ? পুরুষ ও স্ত্রী মানবদেহের যৌন ক্রোমােজোমগুলি কী? মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্ষেপে আলােচনা করাে।

প্রশ্ন: লিঙ্গ নির্ধারণ কাকে বলে ? পুরুষ ও স্ত্রী মানবদেহের যৌন ক্রোমােজোমগুলি কী? মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্ষেপে আলােচনা করাে।

উত্তর:  ভ্রুণদশায়, প্রাণী পুরুষ হবে না স্ত্রী হবে তা যে পদ্ধতির দ্বারা নির্ণয় করা যায় তাকে লিঙ্গ নির্ধারণ বলে।

মানবদেহে স্বাভাবিক অবস্থায় ডিপ্লয়েড কোশে ক্রোমােজোম সংখ্যা 23 জোড়া বা 46 টি। এর মধ্যে 22 জোড়া অর্থাৎ 44 টি অটোজোম বা দেহ ক্রোমােজোম এবং একজোড়া (2 টি) যৌন ক্রোমােজোম।

পুরুষ মানুষের যৌন ক্রোমােজোমগুলি হলাে = X ও Y 

স্ত্রী মানুষের যৌন ক্রোমােজোমগুলি হলাে = X ও X  [ দুটি একই রকমের ] 

যৌন জননের সময় পুরুষদেহে জনন মাতৃকোশ থেকে দুই প্রকার পুংগ্যামেট বা শুক্রাণু উৎপন্ন হয় যার একটি X ক্রোমােজোমযুক্ত অর্থাৎ [22A+ X] এবং অপরটি Y ক্রোমােজোম যুক্ত অর্থাৎ [22A+Y]। অন্যদিকে মহিলাদের জনন মাতৃকোশ বিভাজিত হয়ে একই প্রকারের স্ত্রীগ্যামেট বা ডিম্বাণু সৃষ্টি হয় যার ক্রোমােজোম সংখ্যা ‘22A+X’ হয়। শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হলে পুত্র সন্তান না কন্যা সন্তান হবে তা নির্ধারণ করে পুংগ্যামেট বা শুক্রাণু। যদি X ক্রোমােজোমযুক্ত পুংগ্যামেট ডিম্বাণুকে নিষিক্ত করে তবে কন্যা সন্তান হবে এবং যদি Y ক্রোমােজোমযুক্ত পুংগ্যামেট ডিম্বাণুকে নিষিক্ত করে তবে পুত্র সন্তান হবে। এখানে পুত্র না কন্যা সন্তান হবে তা সম্পূর্ণ নির্ধারণ করে পুংগ্যামেট তাই এই প্রক্রিয়াকে হেটেরােগ্যামেটিক মেল পদ্ধতি বলে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment