Madhyamik Bengali Suggestion 2022 | আফ্রিকা (কবিতা) – রবীন্দ্রনাথ ঠাকুর | প্রশ্ন ও উত্তর । Class 10 Bengali Suggestion 2022

Madhyamik Bengali Suggestion 2022  ” মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২ | আফ্রিকা (কবিতা) – রবীন্দ্রনাথ ঠাকুর | MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা (Madhyamik / WB Madhyamik / MP Exam Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha) পরীক্ষায় এখান থেকে কিছু প্রশ্ন অবশ্যই থাকবে । সে কথা মাথায় রেখে Wbshiksha.com এর পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের দের জন্য় মাধ্যমিক বাংলা – আফ্রিকা (কবিতা) – রবীন্দ্রনাথ ঠাকুরঅতি আবশ্যক কিছু প্রশ্নোত্তর এবং সাজেশন

কবিতা

আফ্রিকা

রবীন্দ্রনাথ ঠাকুর

Madhyamik Bengali Suggestion 2022 | আফ্রিকা (কবিতা) – রবীন্দ্রনাথ ঠাকুর | প্রশ্ন ও উত্তর । Class 10 Bengali Suggestion 2022
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে – প্রশ্নের মান ১

১.‘আফ্রিকা’ কবিতাটি রবীন্দ্রনাথের কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া – 

(ক) বলাকা

(খ) খেয়া 

(গ) পত্রপুট 

(ঘ) শিশু

উঃ(গ) পত্রপুট 

২. স্রষ্টার অসন্তোষ ছিল কার প্রতি —

(ক) নিজের প্রতি 

(খ) ধরিত্রীর প্রতি 

(গ) মানহারা মানবীর প্রতি 

(ঘ) মানুষ ধরার দলের প্রতি 

উঃ (ক) নিজের প্রতি

৩.আফ্রিকাকে কে ছিনিয়ে নিয়ে গেল —

(ক) উত্তাল সমুদ্রের বাহু 

(খ) শান্ত সমুদ্রের বাহু

(গ) রুদ্র সমুদ্রের বাহু 

(ঘ) ঘন নীল সমুদ্রের বাহু 

উঃ (গ) রুদ্র সমুদ্রের বাহু  

৪.আফ্রিকাকে কীসের নিবিড় পাহারায় বেঁধে রাখা হয়েছিল – 

(ক) দস্যু দলের

(খ) মন্ত্রীর 

(গ) বনস্পতির 

(ঘ) অনুচরের ।

উঃ (গ) বনস্পতির

৫. “সেখানে নিভৃত অবকাশে”আফ্রিকা কী সংগ্রহ করেছিল – 

(ক) অজানা রহস্য 

(খ) দুর্গমের রহস্য 

(গ) নিভৃত রহস্য 

(ঘ) পৃথিবীর রহস্য

উঃ (খ) দুর্গমের রহস্য 

৬.‘দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে’– উদ্ধৃতাংশে ‘মানহারা’ মানবী বলতে বােঝানাে হয়েছে – 

(ক) আফ্রিকা মহাদেশকে

(খ) বসুধাকে 

(গ) ভারতবর্ষকে

(ঘ) পশ্চিম দুনিয়াকে 

উঃ (ক) আফ্রিকা মহাদেশকে

৭.“সেই হােক তােমার সভ্যতার শেষ পুণ্যবাণী”- সভ্যতার শেষ পুণ্যবাণী হল – 

(ক) ভালােবাসাে। 

(খ) মঙ্গল করাে। 

(গ) ক্ষমা করাে।

(ঘ) বিদ্বেষ ত্যাগ করাে।

 উঃ (গ) ক্ষমা করাে।

৮.“দুস্যু-পায়ের কাঁটা-মারা জুতাের তলায়’—কী ছিল ? 

(ক) কাদা-মাটি

(খ) রক্ত-মাটি 

(গ) বীভৎস কাদার পিন্ড 

(ঘ) উলুধ্বনি 

উঃ (গ) বীভৎস কাদার পিন্ড 

৯.“এল ওরা লােহার হাতকড়ি নিয়ে”—ওরা কারা ? 

(ক) নবাব

(খ) বিদেশি শাসক

(গ) আফ্রিকার আদিম মানুষ 

(ঘ) ধনী ব্যক্তি

উঃ (খ) বিদেশি শাসক

১০.‘তান্ডবের দুন্দুভি নিনাদে’—দুন্দুভি কী ? 

(ক) করতালি

(খ) ঢাক

(গ) ঢােলক

(ঘ) দামামা জাতীয় প্রাচীন রণবাদ্য

উঃ (ঘ) দামামা জাতীয় প্রাচীন রণবাদ্য

Madhyamik Bengali Suggestion 2022 | আফ্রিকা (কবিতা) – রবীন্দ্রনাথ ঠাকুর | প্রশ্ন ও উত্তর । Class 10 Bengali Suggestion 2022

 অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন।

১.আফ্রিকা কবিতার মধ্যে কবি কাদের প্রতি তাঁর বহুকালের পুঞ্জিভূত ক্ষোভ ব্যক্ত করেছেন ?

উঃ আফ্রিকা কবিতার মধ্যে কবি ইউরােপীয় সাম্রাজ্যবাদী গােষ্ঠীর বিরুদ্ধে তাঁর বহুকালের পুঞ্জিভূত ক্ষোভ প্রকাশ করেছেন।

২.‘নতুন সৃষ্টিকে বারবার করেছিল বিধ্বস্ত’—নতুন সৃষ্টিটি কী ? 

উঃ আলােচ্য কবিতায় নতুন সৃষ্টি হল বিধাতা কর্তৃক সৃষ্ট বিশ্বতথা পৃথিবী। 

৩.“ছিনিয়ে নিয়ে গেল তােমাকে”—কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? 

উঃ‘আফ্রিকা’ কবিতায় রুদ্র সমুদ্রের বাহ্ আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল পৃথিবীর মূল ভূখন্ড থেকে।

৪.“বিদ্রুপকরছিলে ভীষণকে”—কে কাকেবিদ্রুপ করছিল ? 

উঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতায় স্বয়ং আফ্রিকা প্রকৃতির বুকে জেগে থাকা ভীষণকে বিদ্রুপ করছিল। 

৫.‘হায় ছায়াবৃতা’—এখানে কাকে, কেন ছায়াবৃতা বলা হয়েছে ? 

উঃ আলােচ্য কবিতায় আফ্রিকা মহাদেশকে ছায়াবৃতা বলা হয়েছে। কারণ আফ্রিকা। ভূখন্ড ছিল জঙ্গলাকীর্ণ ও বনস্পতির পাহারায় নিবিড় ছায়াচ্ছন্ন। 

৬.‘আফ্রিকা’কবিতায় কাদের দস্যু’বলে চিহ্নিত করা হয়েছে ? 

‘আফ্রিকা’ কবিতায় নিষ্ঠুর ইউরােপীয় সাম্রাজ্যবাদীদের দস্যু বলে চিহ্নিত করা। হয়েছে। 

৭.মন্দিরে কখন, কার উদ্দেশ্যে ঘন্টা বাজছিল ?

উঃ আফ্রিকায় যখন সাম্রাজ্যবাদীদের রক্তাক্ত অত্যাচারে কলঙ্কিত ইতিহাস রচিত হচ্ছে, তখন ওই সাম্রাজ্যবাদীদের দেশে ঈশ্বরের উদ্দেশ্যে ঘন্টা বাজছিল।

৮.কবি কোন্ সময় ও পরিস্থিতিকে ‘অধৈৰ্য্য ঘন-মন মাথা নাড়ার দিন’ বলে। অভিহিত করেছেন ? 

উঃ প্রাকৃতিক আলােড়ন ও বিপর্যয় পূর্ণ সৃষ্টি’অভিমুখী দ্রুত পরিবর্তনকামী সময়কে ‘অধৈৰ্য্যঘন ঘন মাথা নাড়ার দিন’বলে অভিহিত করা হয়েছে। 

৯.‘আফ্রিকা’কবিতায় সুন্দরের আরাধনা চলছিল কোথায় ?

উঃআফ্রিকার বিপরীত প্রান্তে অর্থাৎ সাম্রাজ্যবাদী ইউরােপীয় দেশের কবিদের সংগীতে স্বাভাবিকভাবেই সুন্দরের আরাধনা চলছিল।

Madhyamik Bengali Suggestion 2022 | আফ্রিকা (কবিতা) – রবীন্দ্রনাথ ঠাকুর | প্রশ্ন ও উত্তর । Class 10 Bengali Suggestion 2022

রচনাধর্মী প্রশ্নোত্তর 

১‘দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে’ – মানহারা মানবী কে? কবির এই আহবানের কারণ সংক্ষেপে আলােচনা করাে।  অথবা, বলাে ক্ষমা করাে’ – কাকে ক্ষমা করার কথা বলা হয়েছে? এই ক্ষমা করা কীভাবে সম্ভব বলে কবি মনে করেন? 

অথবা, সেই হােক তােমার সভ্যতার শেষ পুণ্যবাণী’ – তােমার বলতে কার কথা বলা হয়েছে? ক্ষমা কীভাবে শেষ পুণ্যবাণী হয়ে উঠবে তা সংক্ষেপে লেখাে।

উঃ মানহারা মানবী অর্থাৎ মান হারিয়েছে যে নারী। কবি, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর আফ্রিকা কবিতায় মানহারা মানবী বলতে পশ্চিমী সভ্যতার লােভে লালসার শিকার আফ্রিকাকে বুঝিয়েছেন। সাম্রাজ্যবাদী মানুষের নির্লজ্জ অমানুষীকতায় যার হাতে পড়ে লােহার হাতকড়ি’, যার ইতিহাস হয়েছিল অপমানিত। কবি যুগান্তের কবিকে আজ সেই মানহারা মানবী আফ্রিকার দ্বারে ‘ক্ষমা করাে এই পুণ্যবাণী উচ্চারণ করতে বলেছেন।

রুদ্র সমুদ্রের বাহু একদিন যে আফ্রিকাকে প্রাচী ধরিত্রী এশিয়ার বুক থেকে বিচ্ছিন্ন করেছিল ক্রমে তা কালাে ঘােমটার নীচে ছায়াবৃতা ও হিংস্র শ্বাপদ সংকুল হয়ে পড়েছিল। ‘উপেক্ষার আবিল দৃষ্টিতে কৃষ্ণাঙ্গ আফ্রিকা শ্বেতাঙ্গ কবলিত ও শৃঙ্খলিত হয়। হিংস্র তীক্ষ্ণ নখদন্ত যুক্ত নেকড়ের মতাে আফ্রিকাকে ছিন্নভিন্ন করেছিল শ্বেতাঙ্গ লুঠেরা। বাষ্পকুল ও রক্তিম হয়ে উঠেছিল কৃষ্ণাঙ্গ মানুষের রক্তে। সভ্যের বর্বর লােভ ও নির্লজ্জ অমানুষীকতায় অপমানিত হল আফ্রিকার ইতিহাস। 

সভ্যতার বিবর্তনে, মহাকালের নিয়মে একদিন অশুভ শক্তির পতন অনিবার্য। পশ্চিমের গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে স্বাধীন আফ্রিকায় অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল অনিবার্য করে তুলেছিল। কবির বিশ্বাস মহাকাল এদের কখনই ক্ষমা করবে না। কালের বিবর্তনে এরাও একদিন ধ্বংস হবে। তাই কবি যুগান্তের কবিকে সেই মানহারা মানবী আফ্রিকার দ্বারে দাঁড়াতে বলেছেন ক্ষমাপ্রার্থী হয়ে। ক্ষমা করাে’ এই পুণ্যবাণী উচ্চারণের মধ্যে দিয়ে আফ্রিকা ফিরে পাবে তার বিচার, সম্মান। তখন প্রতিহিংসার বদলে ক্ষমার আদর্শ মূর্ত হয়ে উঠবে।

২.চিরচিহ্ন দিয়ে গেল তােমার অপমানিত ইতিহাসে’ – তােমার বলতে কার কথা বলা হয়েছে? কারা কীভাবে অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গিয়েছিল সংক্ষেপে লেখাে।

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আফ্রিকা’ কবিতায় তােমার বলতে আফ্রিকাকে যাকে সমুদ্রের রুদ্র বাহু প্রাচী ধরিত্রী এশিয়ার বুক থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে কৃপণ আলাের অন্তঃপুরে বনস্পতির নিবিড় পাহারায় বেধে ছিল। এখানে সেই ছায়াবৃতা আফ্রিকাকে বােঝানাে হয়েছে।

সভ্য শ্বেতাঙ্গ জাতির সাম্রাজ্যবাদীরা কৃষ্ণাঙ্গ আফ্রিকাকে লুঠ করেছে। প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যে ভরা আফ্রিকাকে নির্লজ্জভাবে শােষণ ও শাসন। করেছে। নিজেদের শক্তির দাম্ভিকতায় ও মদমত্ততায় ‘উপেক্ষার আবিল দৃষ্টিতে’ তারা আফ্রিকাকে দেখেছে।

স্বাধীন আফ্রিকাকে শৃঙ্খলিত করার উন্মত্ত লালসায় তারা আফ্রিকার হাতে পরিয়ে দিয়েছিল – লােহার হাতকড়ি’। তারা তীক্ষ্ণ নখদন্ত সমৃদ্ধ নেকড়ের মতাে রক্ত পিপাসু হয়ে নিজেদের লােভ লালসাকে চরিতার্থ করতে হয়ে। উঠেছিল গর্বান্ধ, অহংকারী, উন্মত্ত, বর্বর ও পাশবিক – ‘মানুষ ধরার দল।

সভ্য পশ্চিমীদের বর্বরতায় সর্বস্বান্ত হয়ে যায় আফ্রিকা। তাদের নির্লজ্জ অমানুষীকতায় আফ্রিকার অরণ্যপথ ভাষাহীন ক্রন্দনে একসময় হয়ে পড়ে বাষ্পকুল। অসহায় কৃষ্ণাঙ্গ মানুষের রক্তে-অশুতে মিশে’ সেখানকার পবিত্র ধূলিকণা হয়েছে রক্তিম। তাদরে ‘কাটামারা জুতাের তলায় পৃষ্ট হয়েছে আফ্রিকার সাধ-স্বপ্ন-সাধনা। তারা নারকীয় অত্যাচারের কলঙ্কজনক চিরচিহ্ন অঙ্কিত করে। আফ্রিকার ইতিহাসকে অপমানিত করেছিল।

৩.ছিনিয়ে নিয়ে গেল তােমাকে’ – তােমাকে বলতে কাকে বােঝানাে হয়েছে? কে তাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল? 

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আফ্রিকা’ কবিতায় উদ্ধৃত অংশে ‘তােমাকে বলতে আফ্রিকা মহাদেশের কথা বলা হয়েছে।

রবীন্দ্রনাথ ‘আফ্রিকা’ কবিতায় সভ্যতার উদবােধনের প্রাকযুগে আফ্রিকা মহাদেশের জন্মকথা যেন এক কাব্যিক উপকথার আঙ্গিকে উপস্থাপন করেছেন। কবির মতে এ প্রকৃতির স্রষ্টা, নবসৃষ্টির আদি যুগে বারবার ভেঙেচুরে নতুন করে গড়ে নেওয়ার খেয়ালে মেতে উঠেছিলেন। তাঁর নিজের প্রতি অসন্তুষ্টির সেই সুযােগে, উত্তাল ভয়ংকর সমুদ্র এসে প্রাচ্যদেশের কোল থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। প্রকৃতপক্ষে জানা যায়, আফ্রিকা কোনো এক সময় প্রাচ্য ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত ছিল। কিন্তু দীর্ঘসময় ধরে সরতে সরতে একসময় তা একটি বিচ্ছিন্ন ভূখণ্ডে পরিণত হয়। ভূগােলের ‘প্লেট-টেকটানিং তত্ত্ব অনুযায়ী যে ঘটনা আদিম পৃথিবীর বুকে ঘটেছিল, তাকেই কাব্যিক চমৎকারিত্বে এক রূপকথার গল্পের আঙ্গিকে পেশ করেছেন রবীন্দ্রনাথ।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

2 thoughts on “Madhyamik Bengali Suggestion 2022 | আফ্রিকা (কবিতা) – রবীন্দ্রনাথ ঠাকুর | প্রশ্ন ও উত্তর । Class 10 Bengali Suggestion 2022”

Leave a Comment