Suggestion Madhyamik Suggestion 2026 মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৬ | Madhyamik Bengali Suggestion 2026 | Wbbse

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৬ | Madhyamik Bengali Suggestion 2026 | Wbbse

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৬ নিয়ে এসেছি। 2026 Madhyamik Bengali Exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এখানে তুলে ধরা হল। অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা প্রস্তুত করা এই সাজেশনটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে।

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৬ | Madhyamik Bengali Suggestion 2026

Madhyamik Suggestion 2026

বিষয় – বাংলা


গল্প

** সমগ্র গল্প থেকে পাঁচ মার্কের দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর করতে হবে। এবং তিন মার্কের দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর করতে হবে।

৩ ও ৫ নম্বরের প্রশ্নের সাজেশন :

১) “পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে।” – কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে?

২) “শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন” – তপন কী সঙ্কল্প করে? তার এই দুঃখের মুহূর্তের প্রেক্ষাপট আলোচনা করো।

৩) “নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল।” – জ্ঞানচক্ষু কথার অর্থ কী? কীভাবে তপনের জ্ঞানচক্ষু খুলেছিল তা গল্প অবলম্বনে লেখো?

৪) ‘জ্ঞানচক্ষু’ গল্প অবলম্বনে তপনের চরিত্র আলোচনা করো।

৫) “তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকো। – তপনের এমন অবস্থার কারণ আলোচনা করো। মাধমিক 2018

৬) “তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন।” – কোন দিন তার এমন মনে হয়েছিল? তার এমন মনে হওয়ার কারণ কী? মাধমিক 2023

৩ ও ৫ নম্বরের প্রশ্নের সাজেশন :

১) জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। 

২) “খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর বেশি কী আশা করতে পারে?” – বক্তা কে? খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কী?

৩) “অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না।” – হরিদা কী ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কী হয়েছিল? মাধমিক 2019

৪) ‘বহুরূপী’ গল্প অবলম্বনে হরিদার চরিত্র আলোচনা করো।

৫) “বড়ো চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা” – কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? উক্ত দিনের সন্ধ্যার চেহারার বর্ণনা দাও। মাধমিক 2014

৬) “হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে।” – হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও।

৩ ও ৫ নম্বরের প্রশ্নের সাজেশন :

1) “বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ঘোলো আনাই বজায় আছে” – বাবুটি কে? তার সাজসজ্জার পরিচয় দাও। মাধমিক 2017

2) “তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল”। – কে হাসি গোপন করিল? তার হাসি পাওয়ার কারণ কী? মাধমিক 2020

3) অপূর্বর চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।

4) “পোলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল।” – এরপর থানার যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা আলোচনা করো।

কবিতা

৩ ও ৫ নম্বরের প্রশ্নের সাজেশন :

1) ‘অসুখী একজন’ কবিতায় কে, কেন অসুখী তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও ।

2) “তারপর যুদ্ধ এল’-‘তারপর’ বলতে কোন্ সময়ের কথা বলা হয়েছে? যুদ্ধের পরিণতি বা ভয়াবহতার পরিচয় দাও ।

3) “যেখানে ছিল শহর/ সেখানে ছড়িয়ে রইলো কাঠকয়লা।” – ‘অসুখী একজন’ কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হল লেখো।

৩ ও ৫ নম্বরের প্রশ্নের সাজেশন :

1) আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো ।

2) “আমরাও তবে এইভাবে/ এ মুহূর্তে মরে যাব নাকি?” – কথকের এমন মনে হওয়ার কারণ কী?

3) “আমাদের ইতিহাস নেই” – কে, কেন একথা বলেছে?

৩ ও ৫ নম্বরের প্রশ্নের সাজেশন :

1) “তোরা সব জয়ধ্বনি কর।” – কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। মাধমিক 2022

2) “বজ্রশিখার মশাল জ্বেলে আসছে ভয়ংকর!”। – এখানে কাকে ‘ভয়ংকর’ বলা হয়েছে? ‘ভয়ংকর’ কীভাবে আসছে, কবিতা অবলম্বনে লেখো।

3) ‘কাল-ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর।“ – কাল-ভয়ংকর কে ? তার ভয়ংকর রূপের বর্ণনা দাও।

4) প্রলয়োল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে। প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করো ।

৩ ও ৫ নম্বরের প্রশ্নের সাজেশন :

1) সমুদ্রনৃপতি সুতা/ পদ্মা নামে গুণযুতা” – যমুনা কন্যা পদ্মার চরিত্রটি বিশ্লেষণ করো।

2) সমুদ্রকন্যা কীভাবে পঞ্চকন্যার জীবন ফিরিয়ে নিয়ে এলো?

৩ ও ৫ নম্বরের প্রশ্নের সাজেশন :

1) ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার বিষয়বস্তু বা মূলবক্তব্য নিজের ভাষায় লেখো। মাধমিক 2019
অথবা, জয় গোস্বামীর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও। মাধমিক 2023

2) “অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো”- কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? তাঁর একথা বলার কারণ কী?

3) অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার নামকরণের সার্থকতা লেখ।

প্ৰবন্ধ

1) “তামরা কালিও তৈরি করতাম নিজেরাই।” – কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? মাধমিক 2019

2) “আশ্চর্য আজ সবই অবলুপ্তির পথে।“ – কোন জিনিস অবলুপ্তির পথে? অবলুপ্তির কারণ কী? এই বিষয়ে লেখকের মতামত লেখো। মাধমিক 2018, 2022
অথবা, “আশ্চর্য আজ সবই অবলুপ্তির পথে।“ – কোন জিনিস অবলুপ্তির পথে? উল্লিখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে তার পরিচয় দাও।

3) “তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোমটাস্ক করতাম।” – কীসে হোমটাস্ক করতাম? হোমটাস্ক করার সম্পূর্ণ বিবরণ দাও।

4) “মোগল দরবারে একদিন তাঁদের কত না খাতির, কত না সম্মান” – আলোচ্য অংশে কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির বা সম্মানের পরিচয় দাও।

5) ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো।

6)’হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে কালি কলমের প্রতি প্রাবন্ধিকের যে ভালোবাসার প্রকাশ পেয়েছে তা আলোচনা করো।

1) “তাদের মোটামুটি দুটি শ্রেণিতে ভাগ করা যেতে পারে” – কাদের কথা বলা হয়েছে? দুই শ্রেনীর পরিচয় দাও।
অথবা, বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থে লেখক যে দুটি শ্রেনীর ভাগ করেছেন তাদের পরিচয় দাও।

2) “বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানারকম বাধা আছে।” – এই বাধা দূর করার লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো।
অথবা, “বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানারকম বাধা আছে।” – এখানে লেখক কোন ধরণের বাধার কথা বলেছেন তা আলোচনা করো।

3) “পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগন্য।” – লেখকের এমন মন্তব্যের কারণ কী?

4) বাংলা ভাষায় বিজ্ঞান’ শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো ।

5) ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ রচনায় লেখক বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক রচনা লেখার ক্ষেত্রে কী কী পরামর্শ দিয়েছেন?

6) “আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন।”- এগুলি কী কী?

নাটক

1) “বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়-মিলিত হিন্দু-মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা” – এই বক্তব্যের মাধ্যমে বক্তার কীরুপ চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? অথবা, বক্তার দেশপ্রেম ও সাম্প্রদায়ীক সম্প্রীতি বোধের পরিচয় দাও।

2) “কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা” কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বলার কারণ কী? মাধমিক 2017

3) “মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন।” – কে, কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কী লেখা ছিল? মাধমিক 2018

4) “বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না।“ – কাদের উদ্দেশ্যে একথা বলা হয়েছে? কোন দুর্দিনের কথার জন্য তার এই আবদার?

5) “ওখানে কী দেখছ মূর্খ বিবেকের দিকে চেয়ে দ্যাখো।“ – উদ্ধৃতিটির বক্তা কে? উদ্ধৃতিটিতে ব্যক্তির প্রতি বক্তার কীরুপ মনোভাব লক্ষ্য করা যায় তা আলোচনা করো। মাধমিক 2019

6) “এইবার হয়তো শেষ যুদ্ধ”- কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন?

7) “দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা” – বক্তা কে? তারা কেন দরবার ত্যাগ করতে চান? মাধমিক 2020

৪) “বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা” – বক্তা কে? কোন দুর্যোগের কথা বলা হয়েছে?

9) “তোমাদের কাছে আমি লজ্জিত।” কে, কার কাছে লজ্জিত?

10) সিরাজদ্দৌলা’ নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো।

সহায়ক পাঠ

1) “না। আমি নামব না।” বক্তার এমন অভিমানের কারণ কী? শেষপর্যন্ত কী ঘটল?

2) “ইচ্ছে থাকলেও তাকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই।”-কে বলেছিল? তাঁর পরিচয় দাও।

3) “বিষ্টু ধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক।“ – বিষ্টু ধরের সংক্ষিপ্ত পরিচয় দাও। তার বিরক্তির কারণ আলোচনা করো। মাধমিক 2022

4) চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের কী মনে হয়েছিল? মাধমিক 2022

5) “ফাইট কোনি ফাইট!” – গল্পে এই কথাটি বারংবার কেন ব্যবহার করেছে লেখো। অথবা, কোনির লড়াইয়ের মানসিকতার পরিচয় দাও।

6) “এটা বুকের মধ্যে পুষে রাখুক।” – কী পুষে রাখার কথা বলা হয়েছে? কী কারণে এই পুষে রাখা?

7) ক্ষিদ্দা কীভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল, সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

৪) “খাওয়ার আমার লোভ নেই। ডায়েটিং করি।” অথবা “এত কেচছামি করেন, বাঁচবেন কী করে” – বক্তা কে? তার ডায়েটিং এর পরিচয় দাও। মাধমিক 2020, 2024

9) ‘কোনি’ উপন্যাসের কাহিনি অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও।

10) “অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল।” – কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল, তা লেখো।

11) কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও।

12) “জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে” – কোনির অভিমানের কারণ কী? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো।

প্রবন্ধ রচনা

১. পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা মাধমিক 2018, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, পরিবেশ ও মানুষ মাধমিক 2022, আমাদের পরিবেশ : সমস্যা ও প্রতিকার
২. বিজ্ঞান ও কুসংস্কার অথবা, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার মাধমিক 2019
৩. বিশ্ব উষ্ণায়ন মাধমিক 2019
৪. বাংলার উৎসব, বাংলার ঋতু উৎসব মাধমিক 2018
৫. বাংলার ঋতু বৈচিত্র্য মাধমিক 2017, 2023
৬. একটি নদীর আত্মকথা মাধমিক 2022, একটি বটগাছের আত্মকথা, একটি গ্রামের আত্মকথা, একটি পথের আত্মকথা মাধমিক 2023, একটি কলমের আত্মকথা মাধমিক 2024
৭. তোমার জীবনের লক্ষ্য
৮. বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ

সংলাপ রচনা

১। নারীসুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো।

২। সোশ্যাল মিডিয়ার ভালোমন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো।

৩। ছাত্রজীবনে অনুশাসনের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো।

৪। মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে-এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করে।

৫। সাহিত্যপাঠের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

৬। ‘অষ্টম শ্রেণি পর্যন্ত পাশফেল তুলে দেওয়া একটি সঠিক সিদ্ধান্ত’-এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো।

৭। পথনিরাপত্তা বিষয়ে সচেতনতা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।

৮। মোবাইল ফোন ব্যবহারের ভালোমন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।

৯। নারীস্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। [মাধ্যমিক ২০২৩] ১০। কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞানমনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো।

১১। বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।[মাধ্যমিক ২০১৯]

১২। মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে, এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।[মাধ্যমিক ২০২০]

১৩। ‘সেফ ড্রাইভ’, সেভ লাইফ বা ‘সাবধানে চালাও, জীবন বাঁচাও’-এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো ।

প্রতিবেদন রচনা

১। পথনিরাপত্তা সম্পর্কে সচেতনতা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।

২। তোমাদের অঞ্চলের বন্যা পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো

৩। তোমার এলাকায় এ বছর বইমেলা হচ্ছে-একটি প্রতিবেদন রচনা করো।

৪। ‘জলা বুজিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়।’ এই বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো।

৫। হারিয়ে যাচ্ছে বই পড়ার অভ্যাস-একটি প্রতিবেদন রচনা করো।

৬। ডাইনি সন্দেহে বৃদ্ধাকে নিপীড়নের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিবাদ-এই বিষয়ে প্রতিবেদন রচনা করে।

৭। ‘নিজস্বী (সেলফি) তুলতে গিয়ে দুর্ঘটনা’-এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। মাধমিক 2023

৮। তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। মাধমিক 2022

৯। তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হলো-এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। মাধমিক 2020

১০। বিদ্যালয়ের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। মাধমিক 2019

১১। তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হলো-এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। মাধমিক 2018

১২। কোনো গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন হলো-এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। মাধমিক 2017

আরো পড়ুন

মাধ্যমিক বাংলা MCQ সাজেশন ২০২৬ | Madhyamik Bengali MCQ Suggestion 2026 | Wbbse

মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৬ | Madhyamik History Suggestion 2026 | Wbbse

Madhyamik English Suggestion 2026 | মাধ্যমিক ইংরেজি সাজেশন ২০২৬ | Wbbse

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment