প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা Madhyamik Geography Suggestion 2024 PDF (মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪) নিয়ে এসেছি। অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই সাজেশনটি প্রস্তুত করা হয়েছে। আশা করি এখান থেকেই তোমরা পরীক্ষায় 95% কমন পেয়ে যাবে।
Madhyamik Geography Suggestion 2024 PDF | মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪
২০২৪ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় যাতে তোমরা ভালো ফল লাভ করতে পারো, সেই জন্য আমরা এখানে মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ প্রকাশ করলাম। এখানে ২, ৩ ও ৫ মার্কের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি এই Madhyamik 2024 Geography Suggestion টি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। ধন্যবাদ
Madhyamik Geography Suggestion 2024
মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪
Madhyamik Geography Suggestion 2024 PDF
প্রাকৃতিক ভূগোল
প্রথম অধ্যায় – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
2 মার্কের প্রশ্ন
১) পর্যায়ন কি?
২) বার্গসুন্ড কি?
৩) হিমরেখা কি?
৪) ধারণ অববাহিকা কাকে বলে?
৫) নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি?
৬) ওয়াদি কাকে বলে?
৭) পেডিমেন্ট ও বাজাদা কাকে বলে?
৮) ব্লো আউট বা অপসারণ সৃষ্ট গর্ত কাকে বলে?
৯) বার্খান কাকে বলে?
১০) হিমশৈল কাকে বলে?
১১) মরুভূমির সম্প্রসারণ রোদের দুটি উপায় লেখ?
3 মার্কের প্রশ্ন
১) গিরিখাত ও ক্যানিয়ন এর মধ্যে পার্থক্য?
2) রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য?
3) বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বা শর্ত লেখ?
4) মরুভূমিতে বায়ুর কাজের প্রাধান্য বেশি দেখা যায় কেন?
Extra..) ঝুলন্ত উপত্যকায় কেন জলপ্রপাত সৃষ্টি হয়?
5 মার্কের প্রশ্ন
1) হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ লেখ?
2) হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ লেখ?
EXTRA..) বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি চিত্রসহ লেখ?
দ্বিতীয় অধ্যায় – বায়ুমণ্ডল
2 মার্কের প্রশ্ন
১) অ্যারোসল কি?
২) ট্রপোস্ফিয়ার কে ক্ষুব্দ মণ্ডল ও স্ট্রাটোস্ফিয়ার কে শান্ত মন্ডল বলা হয় কেন?
৩) সমোষ্ণরেখা কাকে বলে?
৪) নিরক্ষীয় শান্তবলয় বা ডোলড্রামস কি?
৫) গর্জনশীল চল্লিশা?
৬) অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক পার্থক্য?
৭) অ্যালবেডো কাকে বলে?
3 মার্কের প্রশ্ন
১) ওজোন স্তরের গুরুত্ব লেখ?
২) ওজন বিনাশের কারণ লেখ?
৩) বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? কিভাবে সৃষ্টি হয়?
৪) স্থলবায়ু ও সমুদ্র বায়ুর পার্থক্য লেখ।
৫) ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর পার্থক্য লেখ?
5 মার্কের প্রশ্ন
১) উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো (চিত্রসহ)?
২) বায়ুমন্ডলের চাপের তারতম্যের কারণ লেখ?
৩) বিশ্ব উষ্ণায়নের পাঁচটি প্রভাব লেখ?
৪) বায়ুচাপবলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লেখ?
Extra..) ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের অবস্থান ও এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য গুলি লেখ?
তৃতীয় অধ্যায় – বারিমন্ডল
2 মার্কের প্রশ্ন
১) শৈবাল সাগর কি?
২) সিজিগি কি?
৩) পেরিজি অ্যাপোজি কি?
3 মার্কের প্রশ্ন
১) সমুদ্রতরঙ্গ ও সমুদ্রস্রোতের পার্থক্য লেখ?
2) জোয়ার ভাটার সুফল কুফল লেখ?
5 মার্কের প্রশ্ন
1) বিশ্বব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব লেখ?
2) জোয়ার ভাটা সৃষ্টির কারণ লেখ (চিত্র সহ)?
পরিবেশ ভূগোল
চতুর্থ অধ্যায় – বর্জ্য ব্যবস্থাপনা
2 মার্কের প্রশ্ন
1) তরল বর্জ্য বলতে কী বোঝো?
2) ই-বর্জ্য বলতে কি বোঝো?
3) ল্যান্ডফিল্ড ভরাটকরণ কি?
4) জৈব অভঙ্গর বর্জ্য কাকে বলে উদাহরণ দাও?
5) ইউট্রিফিকেশন কি?
3 মার্কের প্রশ্ন
1) জৈব ভঙ্গুরও জৈব অঙ্গুর বর্জ্যর পার্থক্য লেখ?
2) 3R কি?
Extra..) বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখ?
আঞ্চলিক ভূগোল
পঞ্চম অধ্যায় – ভারতের প্রাকৃতিক পরিবেশ
2 মার্কের প্রশ্ন
১) পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে?
২) মৌসুমি বিস্ফোরণ কাকে বলে?
৩) মালনাদ ও ময়দান কি?
৪) দুন কি?
৫) ভাঙ্গর ও খাদার এর দুটি পার্থক্য?
৬) ডেকান ট্রাপ কি?
৭) অরণ্য সংরক্ষণের দুটি পদ্ধতি লেখ?
3 মার্কের প্রশ্ন
১) করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয় কেন?
২)মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় বা সংরক্ষণের উপায়?
৩) বহুমুখী পরিকল্পনা কাকে বলে উদ্দেশ্য লেখ?
৪) বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখ?
5 মার্কের প্রশ্ন
১) প্রস্থ অনুযায়ী হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করো?
২) ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখ?
৩) ভারতের পলি মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার অবস্থান এবং বৈশিষ্ট্য লেখ?
৪) ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব লেখ?
পঞ্চম অধ্যায় – ভারতের অর্থনৈতিক পরিবেশ
2 মার্কের প্রশ্ন
১) খারিফ শস্য রবি শস্য পার্থক্য?
২) বিশুদ্ধ ও বিশুদ্ধ কাঁচামালের পার্থক্য?
৩) দূর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন?
৪) আধুনিক শিল্প দানব, উদীয়মান শিল্প কাকে বলে?
৫) অনুসারী শিল্প কাকে বলে?
৬) ধারণযোগ্য উন্নয়ন কি?
৭) সোনালী চতুর্ভূজ (টিকা)?
৮) পরিবহন ও যোগাযোগ এর পার্থক্য?
3 মার্কের প্রশ্ন
১) পাঞ্জাব হরিয়ানা কৃষির উন্নতির কারণ?
২) ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি?
৩) নগরায়নের তিনটি সমস্যা লেখ?
5 মার্কের প্রশ্ন
১) পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখ?
২) ইক্ষু ,গম ,চা অনুকূল ভৌগলিক পরিবেশ?
৩) ভারতের অর্থনীতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো?
মানচিত্র ভূগোল
ষষ্ঠ অধ্যায় – উপগ্রহ চিত্র ও ভূ–বৈচিত্র্যসূচক মানচিত্র
2 মার্কের প্রশ্ন
1) দূর সংবেদন কি?
2) জিও স্টেশনারি উপগ্রহ বা ভূসমলয় উপগ্রহ কাকে বলে?
3) সেন্সর কি?
4) ফলস কালার কম্পোজিশন বা FCC কি?
5) পিক্সেল কি?
3 মার্কের প্রশ্ন
1) ভূবৈচিত্র সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য লেখ।
2) উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো?
ভীষণ গুরুত্বপূর্ণ ৪ টি পাঁচ নম্বরের প্রশ্ন
1) হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ লেখ?
2) পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি?
3) ভারতের গম ও ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখ?
4) জোয়ার ভাটা সৃষ্টির কারণ লেখ?
Extra.. এগুলো পড়ে রাখতে পারো
1) উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমন্ডলের স্তর বিন্যাস (ট্রপস্ফিয়ার ও স্ট্যাটোস্ফিয়ার)?
2) ভারতের পলি মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার অবস্থানগত বৈশিষ্ট্য?
3) ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব?
PDF Link
Read Also
Madhyamik English Suggestion 2024
Madhyamik Bengali Suggestion 2024 PDF | মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৪
Madhyamik Geography Suggestion 2024 PDF | মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪
Madhyamik History Suggestion 2024 PDF | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪
Madhyamik Life Science Suggestion 2024 PDF | মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন ২০২৪
Madhyamik Physical Science Suggestion 2024 PDF | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৪
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Thanks 🤩 🤩🤩🤩