Madhyamik Life Science Suggestion 2022 | Chapter 3 | বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রােগ | মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২২

Class 10 Life Science Suggestion 2022 | Chapter 3 will be discussed here. এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২২ এর তৃতীয় অধ্যায় – বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রােগ থেকে MCQ SAQ নিয়ে আলোচনা করব। আশা করি Madhyamik Life Science Suggestion 2022 | Chapter 3 এখান থেকেই তোমরা 90% কমন পেয়ে যাবে। Class 10 Life Science Suggestion 2022 এর অন্যান্য সমস্ত অধ্যায় থেকে সাজেশন পেতে এই লিঙ্কে ক্লিক করো

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২২ । Madhyamik Life Science Suggestion 2022

তৃতীয় অধ্যায় – বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রােগ

* সঠিক উত্তরটি নির্বাচন করো (প্রতিটি প্রশ্নের মান ১) 

1. দুটি সংকর লম্বা (Tt) মটর গাছের মধ্যে সংকরায়ণের ফলে প্রথম বংশে সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে ?  

A) 25% 

B) 50% 

C) 75% 

D) 100% 

ANS : B) 50% 

2. RrYy জিনােটাইপযুক্ত উদ্ভিদের গ্যামেট পাওয়া যাবে— 

A) এক প্রকার 

B) দুই প্রকার

C) তিন প্রকার 

D) চার প্রকার

ANS : D) চার প্রকার

3. বর্ণান্ধ মানুষ যে রং পৃথক করতে পারে না সেটি হলাে—

A) লাল-নীল

B) লাল-হলুদ 

C) সাদা-হলুদ 

D) লাল-সবুজ

ANS : D) লাল-সবুজ

4. মানুষের মুক্ত কানের লতি হলাে একপ্রকার— 

A) প্রকট বৈশিষ্ট্য 

B) প্রচ্ছন্ন বৈশিষ্ট্য 

C) সংকর বৈশিষ্ট্য 

D) কোনটিই নয় 

ANS : A) প্রকট বৈশিষ্ট্য 

5. মেণ্ডেল যে দেশের অধিবাসী ছিলেন সেটি হলাে—

A) অস্ট্রেলিয়া 

B) অস্ট্রিয়া 

C) আমেরিকা 

D) ইংল্যান্ড

ANS : B) অস্ট্রিয়া 

6. মানুষের মুক্ত কানের লতির জন্য দায়ী অ্যালিলটি হলাে— 

A) প্রকট বৈশিষ্ট্য 

B) প্রচ্ছন্ন বৈশিষ্ট্য 

C) অসম্পূর্ণ প্রকটতা 

D কোনটিই নয়

ANS : A) প্রকট বৈশিষ্ট্য 

7. মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনােটাইপ অনুপাত হলাে –  

A) 1:2:1

B) 3:1

C) 9:3:3:1

D) 9:3:4

ANS : C) 9:3:3:1

8. মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার করেন ?

A) 3 জোড়া 

B) 5 জোড়া 

C) 7 জোড়া 

D) 9 জোড়া 

ANS : C) 7 জোড়া 

9. একটি সংকর দীর্ঘ (Tt) এবং একটি বিশুদ্ধ খর্ব (tt) মটর গাছের পরাগমিলনে উৎপন্ন গাছগুলি হলাে—

A) সবই দীর্ঘ

B) সবই খর্ব 

C) 50% দীর্ঘ ও 50% খর্ব 

D) 75% দীর্ঘ ও 25% খর্ব

ANS : C) 50% দীর্ঘ ও 50% খর্ব 

10. স্ত্রীলােকের লিঙ্গ নির্ধারক ক্রোমােজোম জোড়া হলাে— 

A)  ΧΥ 

B) ΥΥ 

C) ΧΧ 

D) ΧΟ 

ANS : C) ΧΧ 

11. নীচের কোনটি অটোজোম জিনঘটিত রােগ ? 

A) বর্ণান্ধতা 

B) হিমােফিলিয়া

C) থ্যালাসেমিয়া 

D) সবকটি 

ANS : C) থ্যালাসেমিয়া 

12. মানুষের মুক্ত কানের লতির জন্য দায়ী অ্যালিলটি হলাে— 

A) প্রকট বৈশিষ্ট্য 

B) প্রচ্ছন্ন বৈশিষ্ট্য 

C) অসম্পূর্ণ প্রকটতা 

D) কোনােটিই নয়

ANS : 

13. মানুষের সংযুক্ত কানের লতি হলাে— 

A) প্রকট বৈশিষ্ট্য

B) প্রচ্ছন্ন বৈশিষ্ট্য

C) লিঙ্গ সংযােজিত বৈশিষ্ট্য 

D) কোনােটিই নয়

ANS : A) প্রকট বৈশিষ্ট্য

14. কোনাে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বলে—

A জিনােটাইপ

B) ফিনােটাইপ

C) প্রকট বৈশিষ্ট্য 

D) প্রচ্ছন্ন বৈশিষ্ট্য

ANS : B) ফিনােটাইপ

15. কোনাে জীবের জিনগত বৈশিষ্ট্যকে বলে— 

A) অ্যালিল

B) ফিনােটাইপ

C) জিনােটাইপ

D) হাইব্রিড 

ANS : C) জিনােটাইপ

16. মটর গাছের জিনােটাইপ ‘TT’ হলাে— 

A) সংকর লম্বা 

B) বিশুদ্ধ লম্বা 

C) বিশুদ্ধ বেঁটে 

D) কোনােটিই নয় 

ANS : B) বিশুদ্ধ লম্বা 

17. একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্ধতা বাহক মহিলার সন্তানরা কীরূপ হবে ?

A) সব পুত্র বর্ণান্ধ 

B) অর্ধেক পুত্র বর্ণান্ধ

C) সব কন্যাই বাহক 

D) সবপুত্র বাহক 

ANS : B) অর্ধেক পুত্র বর্ণান্ধ

18. লিঙ্গ সংযােজিত বংশগত রােগ হলাে—

A) বর্ণান্ধতা 

B) হিমােফিলিয়া 

C) A ও B উভয়ই 

D) কোনােটি নয় 

ANS : C) A ও B উভয়ই 

19. একসংকর পরীক্ষার ফিনােটাইপ অনুপাত হলাে— 

A) 1:1 

B) 3:1 

C) 2:1 

D) 1: 2:1 

ANS : B) 3:1 

20. বংশগতির জনক বলা হয়— 

A) ডারউইনকে

B) ল্যামার্ককে

C) মেন্ডেলকে

D) দ্য ভ্রিসকে 

ANS : C) মেন্ডেলকে

21. মেন্ডেল তাঁর সংকরায়ণ পরীক্ষার জন্য যে গাছটি পছন্দ করেন সেটি হলাে—

A) মটর 

B) বেগুন 

C) টমেটো 

D) ধান 

ANS : A) মটর 

22. নিম্নলিখিত যে ক্ষেত্রটিতে F2 জনুতে ফিনােটাইপ ও জিনােটাইপ অনুপাত 1:2:1 হয় সেটি হলাে— 

A) সহপ্রকটতা 

B) সম্পূর্ণ প্রকটতা 

C) অসম্পূর্ণ প্রকটতা 

D) মেন্ডেলীয় প্রকটতা 

ANS : C) অসম্পূর্ণ প্রকটতা 

23. মানুষের অটোজোমের সংখ্যা হলাে— 

A) 22 টি 

B) 22 জোড়া 

C) 23 টি 

D) 23 জোড়া 

ANS : B) 22 জোড়া 

24. মানুষের শুক্রাণুতে সেক্স ক্রোমােজোম হলাে – 

A) X 

B) Y 

C) X ও Y 

D) কোনােটি নয় 

ANS : C) X ও Y 

25. মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে বলে – 

A) হেটারােগ্যামেটিক মেল

B) হেটারােগ্যামেটিক ফিমেল 

C) A ও B উভয়ই 

D) কোনােটিই নয়

ANS : A) হেটারােগ্যামেটিক মেল

26. মহিলাদের ডিম্বাণুতে ক্রোমােজোম সংখ্যা হলাে – 

A) 22+Y

B) 22+X

C) 44+XX 

D) কোনােটিই নয়

ANS : B) 22+X

27. জিনগত রােগের কারণ হলাে—

A) জিনের সজ্জার পরিবর্তন

B) জীবাণুর আক্রমণ

C) ভিটামিনের অভাব 

D) কোনােটিই নয় 

ANS : A) জিনের সজ্জার পরিবর্তন

28. জিনের মধ্যে হঠাৎ স্থায়ী পরিবর্তনকে বলে—

A) রিকম্বিনেশন 

B) পরিব্যক্তি বা মিউটেশন 

C) হাইব্রিডাইজেশন 

D) কোনােটিই নয় 

ANS : B) পরিব্যক্তি বা মিউটেশন 

29. নীচের কোনটি সঠিক? 

A) থ্যালাসেমিয়া একটি বংশগত রােগ 

B) থ্যালাসেমিয়া রােগে দেহে লৌহ সঞ্চিত হয়

C) থ্যালাসেমিয়া রােগে হিমােগ্লাবিন গঠনে ত্রুটি দেখা যায় 

D) উপরের সবকটি 

ANS : D) উপরের সবকটি 

30. বর্ণান্ধতার কারণ হলাে— 

A) X ক্রোমােজোমে অবস্থিত জিনের মিউটেশন

B) Y ক্রোমােজোমে অবস্থিত জিনের মিউটেশন 

C) অটোজোমাল মিউটেশন

D) কোনােটি নয়।

ANS : A) X ক্রোমােজোমে অবস্থিত জিনের মিউটেশন

31. বর্ণান্ধতার প্রধান লক্ষণ হলাে – 

A) লাল-সবুজ বর্ণ চিনতে না পারা

B) লাল-হলুদ বর্ণ চিনতে না পারা

C) কমলা-বেগুনি বর্ণ চিনতে না পারা 

D) কোনােটি নয়

ANS : A) লাল-সবুজ বর্ণ চিনতে না পারা

32. একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্ধতাবাহক মহিলার সন্তানরা কীরুপ হবে? 

A) সব পুত্র বর্ণান্ধ 

B) অর্ধেক পুত্র বর্ণান্ধ

C) সব কন্যাই বর্ণান্ধ 

D) সব পুত্র বাহক 

ANS : B) অর্ধেক পুত্র বর্ণান্ধ

33. পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? 

A) 100 % 

B) 25 % 

C) 75 % 

D) 50% 

ANS : B) 25 % 

34. একজন বর্ণান্ধ মহিলার সঙ্গে একজন স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পুরুষ লােকের বিবাহ হলে তাদের পুত্র হবে 

A) সকলে স্বাভাবিক দৃষ্টিযুক্ত 

B) অর্ধেক বর্ণান্ধ ও অবশিষ্ট অর্ধেক স্বাভাবিক 

C) A ও B উভয়ই

D) সকলেই বর্ণান্ধ 

ANS : D) সকলেই বর্ণান্ধ 

*দু-একটি শব্দে উত্তর দাও (প্রতিটি প্রশ্নের মান ১)

1. মটর গাছের বিজ্ঞানসম্মত নাম লেখাে। 

ANS : মটরগাছের বিজ্ঞানসম্মত নাম Pisum sativum.

2. Y ক্রোমােজোমে অবস্থিত জিনকে কী বলে?  

ANS : হােলান্ডিক জিন বলে। 

3. মানুষের একটি ‘X’ ক্রোমােজোম সংযােজিত প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রােগের উদাহরণ দাও।

ANS : হিমোফিলিয়া (Haemophilia) l

4. মানুষের একটি অটোজোম জিনঘটিত প্রচ্ছন্ন রােগের নাম লেখাে। 

ANS : থ্যালাসেমিয়া (Thalassemia)।

5. মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার জিনােটাইপ অনুপাত কত? 

ANS : জিনােটাইপ অনুপাত হলাে = 1 : 2:1

6. মেন্ডেলের পরীক্ষায় Tt দ্বারা কী বােঝানাে হয়েছে ?

ANS : মেন্ডেলের পরীক্ষায় Tt দ্বারা সংকর লম্বা মটর গাছকে বােঝানাে হয়েছে।

7. একটি লিঙ্গ সংযােজিত জিনের উদাহরণ দাও।

ANS : হিমােফিলিয়া।

5. অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও। 

ANS : সন্ধ্যামালতী (Mirabilus jalapa) l

9. Tt ও tt জিনােটাইপের ফিনােটাইপ কী কী হবে ? 

ANS : Tt = সংকর লম্বা, tt = বিশুদ্ধ বেঁটে।

10. মানুষের দেহে স্বাভাবিক অবস্থায় ক্রোমােজোমের সংখ্যা কত?

  ANS : 23 জোড়া বা 46টি।

* শূন্যস্থান পূরণ করো (প্রতিটি প্রশ্নের মান ১) 

1.  …………… কে বংশগতির জনক বলা হয়। 

ANS : মেন্ডেলকে l

2. জীবের বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে যেটি প্রকাশিত হয় না তাকে …………… বলে। 

ANS : প্রচ্ছন্ন বৈশিষ্ট্য l

3. স্ত্রীলােকের লিঙ্গ নির্ধারক ক্রোমােজোম হলাে  …………… l

ANS : XX

4. মানুষের অটোজোমবাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রােগ হলাে  …………… l

ANS : থ্যালাসেমিয়া l

5. প্রত্যেক জীবের মধ্যে যে ভিন্নতা দেখা যায় তাকে …………… বলে। 

ANS : ভেদ বা প্রকরণ।

6. পুরুষের ক্ষেত্রে দুটি ভিন্ন প্রকারের গ্যামেট উৎপন্ন হওয়ায়, তাদের  …………… বলে। 

ANS : হেটেরােগামেটিক মেল।

7. বর্ণান্ধতার জন্য দায়ী জিন  …………… ক্রোমােজোমে থাকে। 

ANS : X

8. নীল বর্ণান্ধতাকে  …………… বলে।

ANS : ট্রাইটোনােপিয়া l

9. বংশগতির একককে …………… বলে। 

ANS : জিন।

10. মেন্ডেলের আবিষ্কৃত তত্ত্বগুলিকে …………… বলে।

ANS : মেন্ডেলবাদ

11. জীবের বৈশিষ্ট্যগুলির বাহ্যিক প্রকাশকে …………… বলে l

ANS : ফিনােটাইপ

* সত্য অথবা মিথ্যা নির্ণয় করো (প্রতিটি প্রশ্নের মান ১) 

1. যৌনজনন ও পরিব্যক্তি (মিউটেশন) জীবের প্রকরণ ঘটায়। 

ANS : সত্য l

2. ক্রোমােজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লােকাশ বলে। 

ANS : সত্য l

3. লাল বর্ণান্ধতাকে প্রােটোনােপিয়া বলে।

ANS : সত্য l

4. সবুজ বর্ণান্ধতাকে ডিউটেরােনােপিয়া বলে।

ANS : সত্য l

5. মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীগ্যামেট নির্ধারক হিসাবে কাজ করে। 

ANS : মিথ্যা l

6. সমসংস্থ ক্রোমােজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত জিন জোড়াকে অ্যালিল বলে। 

ANS : সত্য l

7. মানুষের স্বাভাবিক দেহকোশে ক্রোমােজোম সংখ্যা 23টি।

ANS : মিথ্যা l

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment