মানুষের সংস্কৃতি কীভাবে তাকে যুগে যুগে টিকে থাকতে সাহায্য করেছে তা বুঝিয়ে লেখাে। Mark 5 | Class 6
অথবা,
ডাইনােসরসহ অনেক প্রাণী হারিয়ে গেলেও মানুষ আজও টিকে আছে কীভাবে?
উত্তর:-
সূচনা: মানুষের চেয়ে অনেক শক্তিশালী প্রাণীরা একসময় পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে, যেমন ডাইনােসাের। কিন্তু মানুষ আদিম যুগ থেকে আজও টিকে আছে।
মানুষের টিকে থাকা ও সংস্কৃতি:-
[1] মানুষ অন্য প্রাণীদের থেকে উন্নত: মানুষ অন্য প্রাণীদের থেকে অনেক উন্নত ছিল। মানুষের এই উন্নতি অনেকটাই সম্ভব হয়েছে তার সংস্কৃতির জন্য।
[2] মানুষের সংস্কৃতি: ঘুম, খাওয়া বা নিজের দরকারের বাইরে মানুষ যে কাজকর্ম করে থাকে তাকে মানুষের সংস্কৃতি বলে। পাথরের ভোঁতা হাতিয়ার বানানাে আদিম মানুষের সংস্কৃতির মধ্যেই পড়ে।
[3] পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া: সংস্কৃতির জন্যই মানুষ যে-কোনাে পরিবেশে মানিয়ে নিতে পেরেছে। শীত, বর্ষা ও গ্রীষ্ম—সব অবস্থাতেই টিকে থাকতে শিখেছে মানুষ। তারা প্রকৃতি ও পরিবেশকে নিজের মতাে করে ব্যবহার করতে শিখেছে। সেই ব্যবহার করার পদ্ধতিগুলােও মানুষের সংস্কৃতির মধ্যে পড়ে। মানবসমাজ সবসময়ই কোনাে-না-কোনাে দ্বারা সংস্কৃতি চালিত ছিল।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।