মরু অঞলের প্রসারণের কারণ ও প্রতিরােধের উপায় কী তা আলােচনা করাে। 

প্রশ্ন: মরু অঞলের প্রসারণের কারণ ও প্রতিরােধের উপায় কী তা আলােচনা করাে। [ 5 Marks ]

উত্তর: মরুভূমি প্রসারণের কারণগুলি হলাে—

1. জলবায়ুগত পরিবর্তন : মরু অঞ্চল সম্প্রসারণের অন্যতম কারণ হলাে বিশ্ব উম্নয়ন। এর প্রভাবে পথিবীর জলবায়ুর পরিবর্তন হয়। মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের আধিক্য থাকায় শিলাচর্ণ ও বালিরাশি বায়ুর দ্বারা বাহিত হয়ে সংলগ্ন এলাকাকে ঢেকে দেয় এবং পরবর্তীতে মরুভূমিতে পরিণত হয়।

2. অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকার্য : শুষ্ক জমিতে যেসব ফসল জন্মায় সেগুলাের চাষ না করে অন্য ফসল উৎপাদনের লক্ষ্যে ভূগর্ভ থেকে অতিরিক্ত জল তােলা হয়। ফলে সেখানকার মাটি লবণাক্ত ও অনুর্বর হয়ে মরুভূমিতে পরিণত হয়।

3. অত্যধিক বৃক্ষচ্ছেদন : নগরায়ণ, শিল্পায়ন প্রভৃতির ফলে দিনের পর দিন বনভূমি কাটা হচ্ছে। ফলে সেই অঞ্চল বৃষ্টিহীন হয়ে শুষ্ক হয়ে পড়ছে এবং মরু অঞ্চলের সম্প্রসারণ ঘটছে।

প্রতিরােধের উপায় : মরুভূমির প্রসারণ কমিয়ে আনার জন্য যে যে পন্থা গ্রহণ করা উচিত সেগুলি হলাে—

1. বৃক্ষরােপণ : মরুভূমির প্রসার রােধ করার জন্য চারিদিকে গাছ লাগিয়ে সেগুলিকে শক্ত করে বেড়া দিয়ে সংরক্ষণ করলে অনেকাংশে মরুভূমির প্রসারণ রােধ হবে।

2. নিয়ন্ত্রিত পশুচারণ : অতিরিক্ত পশুচারণ বন্ধ করতে হবে। যাযাবর, উপযাযাবর ও পরিযায়ী পশুপালকদের উপর নজর দিতে হবে যাতে করে তারা অতিরিক্ত পশুচারণ করতে না পারে। তবেই মরু সম্প্রসারণ রােধ করা যাবে। 

3. প্রান্তভাগে বাঁধ নির্মাণ : মরুভূমির প্রান্তভাগে বাঁধ নির্মাণ করে ভূপৃষ্ঠে বায়ুপ্রবাহকে আটকানাে দরকার যাতে পার্শ্ববর্তী অঞ্চলে বালুকণা প্রবাহিত হয়ে মরুভূমির প্রসারণ না ঘটায়।

Read Also

হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করাে।

মরু অঞলের প্রসারণের কারণ ও প্রতিরােধের উপায় কী তা আলােচনা করাে।

বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করাে।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করাে।

মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরপগুলি চিত্র সহ বর্ণনা

পৃথিবীর মরু ও উপকূল অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্যের কারণ কী তা আলােচনা করাে।

নদীর বহন ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব কী তা সংক্ষেপে আলােচনা করাে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment