মেহেরগড় সভ্যতার কয়েকটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তর:–
মেহেরগড় সভ্যতার অন্যতম কয়েকটি বৈশিষ্ট্য হল—
[1] কৃষিকাজ : মেহেরগড় সভ্যতা ছিল একটি গ্রামীণ কৃষিভিত্তিক সভ্যতা।
[2] তামা-পাথরের সভ্যতা : তামা ও পাথর দুটিরই ব্যবহার হত মেহেরগড় সভ্যতায়। তাই এই সভ্যতাকে তামা-পাথরের সভ্যতা বলা হয়।
[3] সমাধিক্ষেত্র : মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হল এর সমাধিক্ষেত্র।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।