মেহেরগড়ের সমাধি সম্পর্কে লেখাে।

মেহেরগড়ের সমাধি সম্পর্কে লেখাে। 
অথবা, মেহেরগড় সভ্যতায় সমাধি কীভাবে দেওয়া হত লেখাে।

উত্তর:

সমাধি ব্যবস্থা : মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হল এর সমাধিক্ষেত্র। সমাধিতে মৃতদেহ সােজাসুজি বা কাত করে শুইয়ে দেওয়া হত। মৃতের সঙ্গে দেওয়া হত শাঁখ বা পাথরের গয়না, কুড়ল প্রভৃতি। মৃতদেহকে লাল কাপড়ে জড়িয়ে লাল রং মাখিয়ে সমাধিস্থ করা হত। 

গৃহপালিত পশু: সমাধিতে নানা গৃহপালিত পশুও দেওয়া হত। 

মূল্যবান পাথর : মেহেরগড়ের সমাধিতে নানা মূল্যবান পাথরও পাওয়া গেছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment