Class 10 Class 10 Physical Science জীবকুলের অস্তিত্ব রক্ষা ও জীবনধারণের ক্ষেত্রে বায়ুমণ্ডলের গুরুত্ব উল্লেখ করাে

জীবকুলের অস্তিত্ব রক্ষা ও জীবনধারণের ক্ষেত্রে বায়ুমণ্ডলের গুরুত্ব উল্লেখ করাে

জীবকুলের অস্তিত্ব রক্ষা ও জীবনধারণের ক্ষেত্রে বায়ুমণ্ডলের গুরুত্ব উল্লেখ করাে। Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা

উত্তর:- পৃথিবীতে জীবকুলের অস্তিত্ব রক্ষা ও জীবনধারণের ক্ষেত্রে বায়ুমণ্ডল তথা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যথা— (1) সমস্ত জীবের বেঁচে থাকার জন্য অপরিহার্য উপাদান অক্সিজেন এবং উদ্ভিদের সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত অন্যতম উপাদান কার্বন ডাইঅক্সাইডের উৎস হল বায়ুমণ্ডল। (2) ভূপৃষ্ঠের উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রিত হয় বায়ুমণ্ডলের (ট্রোপােস্ফিয়ার স্তর) দ্বারা। (3) সূর্য থেকে আগত অত্যন্ত ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে ভূপৃষ্ঠে আসতে দেয় না বায়ুমণ্ডলের ওজোনােস্ফিয়ার স্তর। (4) বায়ুমণ্ডলের আয়নােস্ফিয়ার স্তর দ্বারা বেতারতরঙ্গ প্রতিফলিত হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment