মনস্তত্ত্বমলক নাটকাভিনয় পদ্ধতি বলতে কী বােঝ?। Class 12 | Education (ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা) 4 Marks
উত্তর:-
মনস্তত্ত্বমূলক নটিকাভিনয়
মনস্তত্ত্বমূলক নাটকাভিনয় একটি দলগত মনােচিকিৎসা পদ্ধতি| জে, এল, মােরেনাে ( L Moreno) এর উদ্ভাবক। এই পদ্ধতিতে রােগী নিজে নাটক লেখে এবং নায়কের চরিত্রের মধ্য দিয়ে তার সুখ-দুঃখ, অপূর্ণ কামনা বাসনা, যন্ত্রণা ইত্যাদি প্রকাশ করে ফেলে| এর ফলে তার রুদ্ধ আবেগ মুক্ত হওয়ার সুযােগ পায়। | সাইকো-ড্রামা বা মনস্তত্ত্বমূলক নাটকাভিনয় দুটি উপায়ে কাজ করে—
[1] রােগী নিজে দর্শক এবং অন্য একজন রােগীর ভূমিকায় অভিনয় করে। এর ফলে রােগী বুঝতে পারে তার বিকৃত আচরণের স্বরূপ| এই আচরণ তার ও সমাজের কী ক্ষতি করছে তাও সে বুঝতে পারে এবং ব্যাবহারিক ক্ষেত্রে সে তার আচরণে পরিবর্তন ঘটাতে উদ্যোগী হয়।
[2] রােগী তার পরিবারের কোনাে একজনের ভূমিকায় অভিনয় করে। এবং অপর এক ব্যক্তি রােগীর ভূমিকায় অভিনয় করে। এতে পারিবারিক সম্পর্কের কোথায় অসুবিধা সৃষ্টি হয়েছে এবং সেই জটিলতা কীভাবে মানসিক রােগের কারণ হয়েছে, তা সে বুঝতে পারে। এই অবস্থায় মনােচিকিৎসক রােগীর সঙ্গে কথাবার্তার মাধ্যমে রােগীকে বােঝানাের চেষ্টা করেন| অধিকাংশ ক্ষেত্রে রােগী নিজের আচরণের অবাস্তব বা অসামাজিক দিক সম্পর্কে সচেতন হয় এবং আচরণে পরিবর্তন আনতে সচেষ্ট হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।