মন্ট্রিল প্রােটোকল কী? মন্ট্রিল প্রােটোকলের অঙ্গীকারগুলি লেখাে। 1+1 Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা
উত্তর:- মন্ট্রিল প্রােটোকল: ওজোন স্তরের ক্ষয় হ্রাসের জন্য 1987 সালে কানাডার মন্ট্রিলে একটি বহুদেশীয় চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিটি মন্ট্রিল প্রােটোকল নামে পরিচিত।
মন্ট্রিল প্রােটোকলের অঙ্গীকারসমূহ: 1) 1995 সালের মধ্যে CFC-এর ব্যবহার 50% কমানাে হবে। 2) 2000 সাল নাগাদ CFC-এর ব্যবহার সম্পূর্ণ বন্ধ হবে। 3) ক্লোরিন-জাতীয় গ্যাসের উৎপাদন ধীরে ধীরে কমানাে হবে ও 2000 সাল নাগাদ তা সম্পূর্ণ বন্ধ হবে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।