প্রশ্ন: নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্য আলােচনা কর। অথবা, নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব লেখাে। (প্রশ্নের মান ৪)
উত্তর: পরিবর্তনের ধারায় ইতিহাসের সঙ্গে সঙ্গে ইতিহাস চর্চাতে নিত্যনতুন পরিবর্তন এসেছে। ১৯৬০ ও ১৯৭০ এর দশকে আধুনিক ইতিহাস চর্চায় নতুন সামাজিক ইতিহাস চর্চা বিশেষত্ব লাভ করেছে।
বৈশিষ্ট্য:-
সামগ্রিক ইতিহাস: নতুন সামাজিক ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য হল এর সামগ্রিকতা। নতুন সামাজিক ইতিহাসে রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়ের পাশাপাশি মানব জীবনের সামগ্রিক দিক আলােচ্য বিষয় হয়ে উঠেছে।
সাধারণ মানুষের কথা: নতুন সামাজিক ইতিহাসে সমাজের নিচুতলার মানুষ এবং বিভিন্ন সামাজিক শ্রেণির মানুষের ইতিহাস গুরুত্ব লাভ করেছে।
পরিধি বিস্তার: রাজনৈতিক, ধর্মীয় ও অর্থনৈতিক সীমানার গন্ডি অতিক্রম করে এই ইতিহাসচর্চা মানব সমাজের প্রতিটি ক্ষেত্রে বিচরণ করেছে। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, শিশু, পরিবার, গােষ্ঠী প্রভৃতি সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হয়েছে।
উপাদানের বৈচিত্র্য: নতুন সামাজিক ইতিহাসে উপাদানের বৈচিত্র্য বহুগুনে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের ব্যক্তিগত চিঠিপত্র, ডায়েরী, পারিবারিক খাতা, অ্যালবাম, তৎকালীন গানবাজনা, নাটক, খেলাধুলা প্রভৃতি ইতিহাসের উপাদান হয়ে উঠেছে।
নিম্নবর্গের কথা: সমাজে যারা অন্তজ, অস্পৃশ্য শ্রেণী হিসাবে পরিচিত সেই নিম্নবর্গের মানুষের আচার-আচরণ, বংশ পরিচয়, বসতিধারা, সংস্কৃতি প্রভৃতি নিয়ে একদল ঐতিহাসিক ইতিহাস চর্চা শুরু করেন। কাজেই এতদিনের। ব্রাত্যরা ইতিহাসে স্থান পায়।
উপসংহার:- নতুন সামাজিক ইতিহাস চর্চা বাস্তবিক পক্ষে এক নতুন ধারার সৃষ্টি করে। প্রাতিষ্ঠানিক, গতানুগতিক ইতিহাস চর্চার ধারা থেকে বাইরে এসে নতুন পথ দেখায় History from below ধারার শুরুর মধ্য দিয়ে।।
Read Also
মন্টেগু-চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্যগুলি লেখাে। এই আইনের ত্রুটিগুলি উল্লেখ করাে ?
লখনৌ চুক্তির শর্তাবলি উল্লেখ করাে। এই চুক্তির গুরুত্ব আলােচনা করাে?
জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এর প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো
সমাজসংস্কার আন্দোলনে বিদ্যাসাগর এর ভূমিকা আলােচনা কর ?
নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্য আলােচনা কর। অথবা, নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব লেখাে।
টীকা লেখাে: পরিবেশ ইতিহাস চর্চা। অথবা, পরিবেশ ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন?
বঙ্গদর্শন পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব লেখাে। অথবা, টীকা লেখাে: বঙ্গদর্শন
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
It’s always banish my all confusion. So, l share my experience with you all and leave a comment l.
Very good content 🙂🙂👍👍🌷