অবরােহণ বলতে কী বোঝ | আরােহণ বলতে কী বােঝ | ক্ষয়ীভবন বলতে কী বােঝ | নগ্নীভবন কাকে বলে | বহির্জাত প্রক্রিয়া কাকে বলে

অবরােহণ বলতে কী বোঝ ? 

উত্তর: ভূপৃষ্ঠের কোনাে উঁচু স্থান বহির্জাত যে সমস্ত প্রাকৃতিক শক্তি ও প্রক্রিয়াগুলির মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হলে ধীরে ধীরে ক্রমশ নিচু হয়ে আসে, সেই প্রক্রিয়াগুলিকে বলে অবরােহণ। উদাহরণ: (i) নদীর ক্ষয়ের দ্বারা সৃষ্ট ক্যানিয়ন, জলপ্রপাত। (ii) বায়ুর ক্ষয়ের দ্বারা সৃষ্ট গৌর, ইনসেলবার্গ প্রভৃতি। 

আরােহণ বলতে কী বােঝ ? 

উত্তর: ভূপৃষ্ঠের কোনাে নিচু স্থানে প্রাকৃতিক শক্তির দ্বারা সঞ্চয় কার্য হলে স্থানটির উচ্চতা ক্রমশ বৃদ্ধি পায়, তাকে বলে আরােহণ। উদাহরণ : (i) নদীর সঞ্চয়ে সৃষ্ট বদ্বীপ, প্লাবনভূমি ইত্যাদি। (ii) হিমবাহের সয়ে সৃষ্ট ড্রামলিন, গ্রাবরেখা। 

ক্ষয়ীভবন বলতে কী বােঝ ? 

উত্তর: ভূপৃষ্ঠের উপরিস্থিত বহিঃস্থ প্রাকৃতিক শক্তিগুলি এবং জীবজগৎ ও মানুষের কার্যাবলি দ্বারা ভূপৃষ্ঠ বিভিন্ন প্রক্রিয়ায় ক্ষয়ীভূত ও বিয়ােজিত এবং ওই ক্ষয়ীভূত ও বিয়ােজিত পদার্থগুলি উপরিউক্ত শক্তি দ্বারা স্থানান্তরিত হয়। এই প্রক্রিয়াকে বলে ক্ষয়ীভবন। বৈশিষ্ট্য: (i) আবহাওয়ার বিভিন্ন উপাদান সক্রিয় থাকে। (ii) বহু দূরে অবস্থান করে। (iii) জলের ভূমিকা সর্বাধিক। উদাহরণ: (i) সূর্যতাপ, বৃষ্টি, বায়ু, নদী (বহিঃস্থ শক্তি)। (ii) জীবজগৎ (অন্যান্য শক্তি)। 

নগ্নীভবন কাকে বলে ?

উত্তর: আবহবিকার ও ক্ষয়ীভবনের সম্মিলিত প্রভাবে ভুপৃষ্ঠস্থ শিলাস্তরের উপরিভাগের ক্ষয়ীভূত অংশ বিচ্ছিন্ন হয় এবং শিলাস্তরের অভ্যন্তরভাগ উন্মুক্ত বা নগ্ন হয়ে পড়ে। এই প্রক্রিয়াকে বলে নগ্নীভবন।

বহির্জাত প্রক্রিয়া কাকে বলে ?

উওর: পৃথিবীর বহির্ভাগে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যম দ্বারা যেমন—আবহবিকার, ক্ষয়ীভবন, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ দ্বারা ভূপৃষ্ঠের যে পরিবর্তন ঘটে, তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। বৈশিষ্ট্য: (i) প্রক্রিয়ার মূল উৎস হল সৌরশক্তি। (ii) নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ হল মাধ্যম। (iii) ক্ষয়কারী প্রাকৃতিক শক্তি এই শক্তির নিয়ন্ত্রক। উদাহরণ: নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ প্রভৃতি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment