অমাধ্যম ও মাধ্যম অনুমান কাকে বলে? 4+4 Class 12 | Philosophy (দর্শন) | 8 Marks
উত্তর:-
আমাধ্যম ও মাধ্যম অনুমান : ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় যুক্তি (argument) তর্কবিদ্যায় অনুমান ও যুক্তিকে সাধারণত সমার্থকরূপে উল্লেখ করা হয়। তর্কবিদ্যায় অনুমান বা যুক্তিকে দু-ভাগে ভাগ করা হয়েছে—অবরােহ যুক্তি (deductive argument) এবং আরােহ যুক্তি (inductive argument)। অবরােহ যুক্তিকে বা অনুমানকে আবার দু-ভাগে ভাগ করা হয়েছে- [1] অমাধ্যম অনুমান (immediate inference) এবং [2] মাধ্যম অনুমান (mediate inference)।
আমাধ্যম অনুমান: যে অবরােহ অনুমানে সিদ্ধান্তটি একটিমাত্র যুক্তিবাক্য থেকে সরাসরি ও অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং এদের মাঝখানে সাহায্যকারী আর কোনাে যুক্তিবাক্য থাকে না, তাকে বলা হয় অমাধ্যম অনুমান | এই ধরনের অনুমানে সিদ্ধান্তটি সবসময়ই যুক্তিবাক্যের চেয়ে অধিক ব্যাপকতর নয়।
উদাহরণ |
| ||||||
ব্যাখ্যা | উদাহরণটিতে দেখা যায় যে, এখানে যুক্তিবাক্যের সংখ্যা হল একটি। এই একটি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। এদের মাঝখানে সাহায্যকারী হিসেবে আর কোনাে দ্বিতীয় যুক্তিবাক্য নেই | আবার এখানে যে সিদ্ধান্তটিকে প্রতিষ্ঠা করা হয়েছে, তার ব্যাপকতা কখনােই যুক্তিবাক্যের ব্যাপকতাকে অতিক্রম করেনি। সেকারণেই এরূপ অনুমানটি একটি অমাধ্যম অনুমানরুপেই গণ্য। |
মাধ্যম অনুমান: যে অবরােহ অনুমানে পরস্পর সম্পৃক্ত দুটি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবেনিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনােই যুক্তিবাক্যেরব্যাপকতাকে অতিক্রম করে না, সেই অবরােহ অনুমানকেই বলা হয় মাধ্যম অনুমান।
উদাহরণ |
| ||||||
ব্যাখ্যা | উদাহরণটিতে দেখা যায় যে, এখানে দুটি যুক্তিবাক্য রয়েছে। এই দুটি যুক্তিবাক্যের প্রথমটিকে প্রধান যুক্তিবাক্য এবং দ্বিতীয়টিকে অপ্রধান যুক্তিবাক্য বলা হয়। এখানে যে সিদ্ধান্তটিকে প্রতিষ্ঠাকরা হয়েছে, তা যুক্তিবাক্য দুটি থেকেই অনিবার্যভাবে নিঃসৃত একটিকে বাদ দিয়ে আর-একটি থেকে সিদ্ধান্তটিকে কখনােই নিঃসৃত করা যায় না। অর্থাৎ, দ্বিতীয়টির মাধ্যমেই প্রথমটি থেকে সিদ্ধান্তটিকে অনিবার্যভাবে নিঃসৃত করা যায়। সেকারণেই এই ধরনের অনুমানকে বলা হয় মাধ্যম অনুমান। সিদ্ধান্তটির ব্যাপকতা যুক্তিবাক্যের ব্যাপকতা থেকে কখনােই ব্যাপকতর নয়। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।