প্রশ্ন: টীকা লেখাে: পরিবেশ ইতিহাস চর্চা। অথবা, পরিবেশ ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? (প্রশ্নের মান ৪)
উত্তর: মানবজীবনের সঙ্গে পরিবেশের সম্পর্ক অত্যন্ত গভীর। পরিবেশ, সমাজ ও সভ্যতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কিন্তু মুনষ্য প্রজাতির নানাবিধ নেতিবাচক কাজ ও অসচেতনতা পরিবেশকে বিপর্যস্ত করে তুলেছে। তাই নানা কারণে পরিবেশের ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ। পরিবেশের ইতিহাস চর্চার ফলে –
(১) প্রাকৃতিক সম্পদের ব্যবহার ও সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে মানুষ সচেতন হয়ে উঠেছে।
(২) পরিবেশের উপর বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহারের প্রভাব সম্পর্কে মানব সভ্যতাকে প্রভাবিক করে।
(৩) মানুষ বুঝতে পেরেছে প্রাকৃতিক সম্পদের অপব্যবহার জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।
(৪) পরিবেশের উপর বিভিন্ন ঐতিহাসিক ঘটনার ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জানা যায়।
(৫) পরিবেশ রক্ষার বিষয়ে মানুষকে সচেতন করে তােলা যায়।
তারই প্রতিক্রিয়ায় শুরু হয় পরিবেশ বাঁচাও আন্দোলন। ১৯৪০-৫০ এর দশকে আমেরিকাতে পরিবেশ ইতিহাস চর্চার সূত্রপাত ঘটে। ভারতে গড়ে ওঠে উত্তরাখণ্ডের চিপকো আন্দোলন (১৯৭৪), মহারাষ্ট্রের নর্মদা বাঁচাও আন্দোলন (১৯৮৫)। পরিবেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তােলার উদ্দেশ্যে ১৯৭৪ খ্রি: থেকে প্রতিবছর ৫ই জুন বিশ্বপরিবেশ দিবস পালিত হচ্ছে। মােটকথা পরিবেশ সচেতনতা বৃদ্ধি করাই এই ইতিহাসচর্চার প্রধান বৈশিষ্ট্য।
Read Also
মন্টেগু-চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্যগুলি লেখাে। এই আইনের ত্রুটিগুলি উল্লেখ করাে ?
লখনৌ চুক্তির শর্তাবলি উল্লেখ করাে। এই চুক্তির গুরুত্ব আলােচনা করাে?
জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এর প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো
সমাজসংস্কার আন্দোলনে বিদ্যাসাগর এর ভূমিকা আলােচনা কর ?
নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্য আলােচনা কর। অথবা, নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব লেখাে।
টীকা লেখাে: পরিবেশ ইতিহাস চর্চা। অথবা, পরিবেশ ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন?
বঙ্গদর্শন পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব লেখাে। অথবা, টীকা লেখাে: বঙ্গদর্শন
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।