পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখাে। 

পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখাে।    Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থার মধ্যে পার্থক্য : পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থার মধ্যে পার্থক্যগুলি হল—

বিষয় পরিবহণ ব্যবস্থাযােগাযােগ ব্যবস্থা
প্রকৃতিযাত্রী বা পণ্য চলাচলের মাধ্যমই হল পরিবহণ।স্থান পরিবর্তন না করে সংবাদ বা তথ্য ও ভাবের আদানপ্রদান হল যােগাযােগ।
মাধ্যমরেলগাড়ি, মােটরগাড়ি, জাহাজ, স্টিমার, বিমান, সাইকেল প্রভৃতি হল পরিবহণের মাধ্যম। চিঠিপত্র, টেলিফোন, রেডিয়াে, ইনটারনেট, মােবাইল ফোন, সংবাদপত্র হল যােগাযােগের মাধ্যম। 
সময়পরিবহণে সময় বেশি লাগে। যােগাযােগ মুহুর্তের মধ্যে করা সম্ভব।
খরচপরিবহণের খরচ বেশিতুলনামূলকভাবে অনেক কম খরচে যােগাযােগ করা সম্ভব।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

2 thoughts on “পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখাে। ”

Leave a Comment