পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখাে। Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য : পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্যগুলি হল—
বিষয় | পরিবহন ব্যবস্থা | যোগাযোগ ব্যবস্থা |
প্রকৃতি | যাত্রী বা পণ্য চলাচলের মাধ্যমই হল পরিবহন। | স্থান পরিবর্তন না করে সংবাদ বা তথ্য ও ভাবের আদানপ্রদান হল যোগাযোগ। |
মাধ্যম | রেলগাড়ি, মোটরগাড়ি, জাহাজ, স্টিমার, বিমান, সাইকেল প্রভৃতি হল পরিবহনের মাধ্যম। | চিঠিপত্র, টেলিফোন, রেডিও, ইন্টারনেট, মোবাইল ফোন, সংবাদপত্র হল যোগাযোগের মাধ্যম। |
সময় | পরিবহনে সময় বেশি লাগে। | যোগাযোগ মুহুর্তের মধ্যে করা সম্ভব। |
খরচ | পরিবহনের খরচ বেশি | তুলনামূলকভাবে অনেক কম খরচে যোগাযোগ করা সম্ভব। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Not bad
Good
এটা ভালো কিন্তু অনেক বানান ভুল আছে এবং একটা লাইন ভুল পেলাম আমি
সঠিক করে দেওয়া হয়েছে
Thank you so much😊