পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখাে। Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থার মধ্যে পার্থক্য : পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থার মধ্যে পার্থক্যগুলি হল—
বিষয় | পরিবহণ ব্যবস্থা | যােগাযােগ ব্যবস্থা |
প্রকৃতি | যাত্রী বা পণ্য চলাচলের মাধ্যমই হল পরিবহণ। | স্থান পরিবর্তন না করে সংবাদ বা তথ্য ও ভাবের আদানপ্রদান হল যােগাযােগ। |
মাধ্যম | রেলগাড়ি, মােটরগাড়ি, জাহাজ, স্টিমার, বিমান, সাইকেল প্রভৃতি হল পরিবহণের মাধ্যম। | চিঠিপত্র, টেলিফোন, রেডিয়াে, ইনটারনেট, মােবাইল ফোন, সংবাদপত্র হল যােগাযােগের মাধ্যম। |
সময় | পরিবহণে সময় বেশি লাগে। | যােগাযােগ মুহুর্তের মধ্যে করা সম্ভব। |
খরচ | পরিবহণের খরচ বেশি | তুলনামূলকভাবে অনেক কম খরচে যােগাযােগ করা সম্ভব। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Not bad
Good