প্রশ্ন: পৃথিবীর মরু ও উপকূল অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্যের কারণ কী তা আলােচনা করাে। [ 5 Marks ]
উত্তর: পৃথিবীর মরু ও উপকূল অঞলে বায়ুর কার্যের প্রাধান্যের কারণগুলি নিম্নে আলােচনা করা হলাে —
1. উন্মুক্ত বায়ুপ্রবাহ : উন্মুক্ত মরুভূমি অঞ্চলে এবং সমুদ্র উপকূলে বায়ু অবাধে প্রবাহিত হয়, ফলে বায়ুর কার্য অধিক হয়।
2. উদ্ভিদশূন্যতা : উদ্ভিদের অভাব থাকায় মরু অঞ্চলে এবং উপকূল অঞ্চলে বায়ু খুব সহজে ও দ্রুত বেগে কাজ করে।
3. উয় ও শুষ্ক বায়ুর উপস্থিতি : মরু অঞ্চলে বায়ুর আর্দ্রতা কম থাকায় বায়ু অত্যন্ত উষ্ণ হয়ে থাকে। ফলে উপরের স্তরের বালিরাশি শুষ্ক ও হালকা হয়ে অনেক দূরে উড়ে যায়।
4. ঝােড়াে বাতাসের আধিক্য : মরু ও উপকূল অঞ্চল উন্মুক্ত থাকায় বাতাসের বেগ অধিক লক্ষ করা যায়।
Read Also
হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করাে।
মরু অঞলের প্রসারণের কারণ ও প্রতিরােধের উপায় কী তা আলােচনা করাে।
বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করাে।
বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করাে।
মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরপগুলি চিত্র সহ বর্ণনা
পৃথিবীর মরু ও উপকূল অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্যের কারণ কী তা আলােচনা করাে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।