প্রত্যক্ষণ ও ধারণার মধ্যে পার্থক্য গুলি উল্লেখ করো
উত্তর :
প্রত্যক্ষণ ও ধারণা-র মধ্যে পার্থক্য :
| বিষয় | প্রত্যক্ষণ | ধারণা | 
| (1) সংজ্ঞা | সংবেদনের ওপর নির্ভর করে ব্যক্তির মধ্যে যে অর্থপূর্ণ অভিজ্ঞতার উদ্ভব ঘটে, তাকে প্রত্যক্ষণ বলা হয়। | একজাতীয় বিভিন্ন বস্তু, বিষয় বা ঘটনার মধ্যে যে সাধারণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সেই সম্পর্কিত অভিজ্ঞতাকে ধারণা বলা হয়। | 
| (2) আলােচ্যবিষয় | প্রধানত কোনাে বস্তু বা ব্যক্তি। | কোনাে বিশেষ ধরনের বস্তুর সাধারণ গুণ বা বৈশিষ্ট্য। | 
| (3) প্রকৃতি | সর্বদাই মূর্ত প্রকৃতিরহয়। | মুর্ত এবং বিমূর্ত উভয় প্রকৃতির হয়। | 
| (4) উদ্দেশ্য | কোনাে বস্তু বা ব্যক্তি বিষয়ে সার্বিক ও চেতনা লাভ। | কোনাে বিশেষ ধরনের বস্তুর সাধারণ গুণাবলির মধ্যে সামান্যীকরণ করা। | 
| (5) কখন ঘটে বা পর্যায় | ধারণা গঠনের আগে প্রত্যক্ষণ ঘটে। | প্রত্যক্ষণ ঘটার পরে ধারণা গঠিত হয়। | 
| (6) উল্লেখযােগ্য ভূমিকা | পৃথকরণ প্রক্রিয়া উল্লেখযােগ্য ভূমিকা পালন করে। | সদৃশকরণ এবং সামান্যীকরণ প্রক্রিয়া দুটি উল্লেখযােগ্য ভূমিকা পালন করে। | 
| (7) নির্ভরশীলতা | এটি সংবেদন-এর ওপর নির্ভরশীল। | এটি সংবেদেন ও প্রত্যক্ষণ—এই দুটি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। | 
| (৪) সময় ব্যয় | এতে খুবই কম সময় ব্যয় হয়। | এটিতে প্রত্যক্ষণের তুলনায় বেশি সময় ব্যয় হয়। | 
| (9) প্রক্রিয়ার প্রকৃতি | এটি খুবই সরল মানসিক প্রক্রিয়া। | এটি তুলনামূলকভাবে জটিল মানসিক প্রক্রিয়া। | 
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
 
					