On the basis of the following points write a short biography of R. K. Laxman: [নীচের সূত্রগুলির সাহায্যে আর কে লক্ষ্মণের একটি সংক্ষিপ্ত জীবনী রচনা করাে:]
Points: Birth date and place: 24 October, 1921 in Mysore, Karnataka-Name: R.K. Laxman—Brother: R.K. Noravan, one of India’s best known English language novelists Field of work: Cartoonist, illustrator, humanist-Worked in: Swarajya, Blitz, The Hindu, Times of India—Famous work: The Common Man’, ‘Gattu’ in the advertisement of Asian Paints—Awards and Honours: Padma Bhushan, Padma Vibhushan, Ramon Magsaysay Award-Autobiography: The Tunnel of Time —- Death: 26 January, 2015, in Pune
Ans:
R. K. LAXMAN
Rasipuram Krishnaswami Laxman was a cartoonist with a difference. Ordinary Indians could identify themselves with his cartoon character, ‘The Common Man’. He was born on 24 October 1921 in Mysore, Karnataka. One of his brothers is R.K. Narayan, one of India’s best known English language novelists. Laxman was a cartoonist, illustrator and humorist as well. He worked in different magazines and newspapers like the Swarajya, the Blitz, The Hindu, The Times of India, etc. He started a daily cartoon strip titled ‘You Said It’ in The Times of India in 1951. It made him very popular. His ‘Gattu’, another cartoon character, was seen in the advertisement of Asian Paints. Laxman received Padma Bhushan, Padma Vibhushan and Ramon Magsaysay Award. He penned his autobiography titled ‘The Tunnel of Time’. On 26 January, 2015, he died in Pune at the age of 93. It is significantly coincidental that the creator of ‘The Common Man’ passed away on Republic Day.
আর কে লক্ষ্মণ
রসিপুরম কৃষ্ণস্বামী লক্ষ্মণ ছিলেন অনন্যসাধারণ বৈশিষ্ট্যের অধিকারী একজন ব্যঙ্গচিত্র শিল্পী। ভারতের সাধারণ মানুষ তার আঁকা ব্যঙ্গচিত্র (কার্টুন) চরিত্র ‘দ্য কমন ম্যান’এর সঙ্গে নিজেদের একাত্ম করতে পারত। কর্ণাটকের মহীশুরে ১৯২১ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর তার জন্ম হয়। তাঁর ভাইদের মধ্যে একজন হলেন ভারতের ইংরেজি ভাষায় উপন্যাস রচয়িতাদের মধ্যে সর্বাধিক পরিচিত ঔপন্যাসিক আর. কে. নারায়ণ। লক্ষ্মণ একাধারে ছিলেন ব্যঙ্গচিত্র শিল্পী, অঙ্কনশিল্পী এবং হাস্যরসিক। তিনি স্বরাজ্য, ব্লিৎস, দ্য হিন্দু, দ্য টাইমস্ অভ ইন্ডিয়া প্রভৃতি বিভিন্ন পত্রপত্রিকা ও সংবাদপত্রে কাজ করেছেন। ১৯৫১ খ্রিস্টাব্দে টাইমস অভ ইন্ডিয়া সংবাদপত্রে তিনি ‘ইউ সেড ইট’ শিরােনামে একটি ব্যঙ্গচিত্র কাহিনি রােজ বের করতে থাকেন। এই ব্যঙ্গচিত্র কাহিনি তাকে বেশ জনপ্রিয়তা এনে দিয়েছিল। তার অন্য একটি কার্টুন চরিত্র ‘গাটু’ এশিয়ান পেইন্টসের বিজ্ঞাপনে দেখা। লক্ষ্মণ পদ্মভূষণ, পদ্মবিভূষণ, রামন ম্যাগসেইসেই পুরস্কার লাভ করেছিলেন। তিনি ‘দ্য টানেল অভ টাইম’ শিরােনামে তার আত্মজীবনী লিখেছেন। ২০১৫ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি ৯৩ বছর বয়সে তিনি পুনেতে মারা যান। এটা বেশ উল্লেখযােগ্য সমাপতন যে ‘দ্য কমন ম্যান’ এর স্রষ্টা মারা যান সাধারণতন্ত্র দিবসে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।