Class 11 Class 11 Education শিক্ষা হল একটি জীবনব্যাপী প্রক্রিয়া | সংক্ষেপে আলােচনা করাে

শিক্ষা হল একটি জীবনব্যাপী প্রক্রিয়া | সংক্ষেপে আলােচনা করাে

শিক্ষা হল একটি জীবনব্যাপী প্রক্রিয়া | সংক্ষেপে আলােচনা করাে
অথবা, জীবনব্যাপী শিক্ষার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখাে | এর প্রয়ােজনীয়তা কী? 2 + 6  Class 11 | শিক্ষার ধারণা ও লক্ষ্য (Education) 8 Marks

উত্তর:

শিক্ষা হল একটি জীবনব্যাপী প্রক্রিয়া : প্রকৃত অর্থে শিক্ষা বলতে কোনাে প্রাতিষ্ঠানিক পুথিকেন্দ্রিক শিক্ষাকে বােঝায় না, বরং এটি সামগ্রিক জীবনধারার সঙ্গে সম্পর্কযুক্ত। শিক্ষাবিদ ‘লভজে’-এর মতে, ‘শিক্ষাই হল জীবন এবং জীবনই শিক্ষা। মুরে-এর মতে, আমরা যত দিন বাঁচি, তত দিনই শিখি। সুতরাং, আধুনিক শিক্ষা হল একটি জীবনব্যাপী প্রক্রিয়া। 1972 খ্রিস্টাব্দে UNESCO আয়ােজিত প্রথম আন্তর্জাতিক শিক্ষা কমিশনের রিপাের্ট-এ জীবনব্যাপী শিক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ব্যক্তিজীবনের যে-কোনাে দিক, যে-কোনাে ক্ষেত্রের বিকাশ ও প্রশিক্ষণ জীবনব্যাপী শিক্ষার অন্তর্গত। জীবনব্যাপী শিক্ষা ব্যক্তির সম্পূর্ণ জীবনের সঙ্গে সমার্থক। নীচে জীবনব্যাপী শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলােচনা করা হল :

[1] জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য : জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য হল ধারাবাহিকভাবে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন। সমাজের সঙ্গে সার্বিক সংগতিবিধানে সাহায্য করা এবং ব্যক্তিকে সমাজে প্রাসঙ্গিক করে গড়ে তােলা।

[2] জীবনব্যাপী শিক্ষার পাঠক্রম : নিয়ন্ত্রিত শিক্ষার বিভিন্ন পাঠক্রমের বিষয়বস্তুকে জীবনব্যাপী শিক্ষার উপযােগী করে এই শিক্ষার পাঠক্রম রচনা করা হয়। এ ছাড়া বৃত্তিশিক্ষার বিভিন্ন পাঠক্রমও এর অন্তর্ভুক্ত করা হয়। 

[3] ব্যাবহারিক মূল্য : জীবনব্যাপী শিক্ষা শুধুমাত্র জ্ঞানার্জনের শিক্ষা নয়, ব্যক্তির ব্যাবহারিক জীবনে এর গুরুত্ব বা প্রয়ােজনীয়তা উপলব্ধি করা যায়। 

[4] শিক্ষার্থীর স্বাধীনতা : জীবনব্যাপী শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীকে যথেষ্ট স্বাধীনতা দেওয়া হয়। শিক্ষার্থীরা আপন ইচ্ছা, সামর্থ্য ও সময় অনুযায়ী শিক্ষায় অংশগ্রহণ করে এবং নিজেকে দক্ষ করে তােলে।

[5] বিভিন্ন সংস্থায় সংযােগসাধন : জীবনব্যাপী শিক্ষার সঙ্গে বিভিন্ন ধরনের শিক্ষা সংস্থাকে যুক্ত করা হয়। নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান, প্রথাবর্জিত শিক্ষাপ্রতিষ্ঠান, দূরশিক্ষা ও মুক্ত শিক্ষার প্রতিষ্ঠান প্রভৃতিকে জীবনব্যাপী শিক্ষা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়। ফলে শিক্ষার্থীরা খুব সহজেই এই শিক্ষার সুযােগ গ্রহণ করতে পারে। 

[6] শিক্ষার সময়কাল নির্দিষ্ট নয় : জীবনব্যাপী শিক্ষার অপর একটি গুরুত্বপুর্ণ দিক হল এই শিক্ষার জন্য নির্দিষ্ট কোনাে বয়স থাকে না। যে-কোনাে শিক্ষার্থী শিক্ষাগ্রহণের মতাে বয়সে পৌঁছােনাে থেকে শুরু করে আমৃত্যু এই শিক্ষায় অংশগ্রহণ করতে পারে।

[7] মূল্যায়নে নমনীয়তা : জীবনব্যাপী শিক্ষার কোনাে কোনাে ক্ষেত্রে মূল্যায়নের ব্যবস্থা থাকলেও, তা প্রথাগত শিক্ষার ক্ষেত্রে অনুসৃত মুল্যায়নের তুলনায় অনেক নমনীয়।

[8] আধুনিক শিক্ষায় প্রাসঙ্গিকতা : শিক্ষার অধিকার — একটি সর্বজনীন দাবি। জীবনব্যাপী শিক্ষা এই দাবির ক্ষেত্রে প্রাসঙ্গিক। তবে এই শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্য ব্যক্তির সাথে সাথে সমাজের সঙ্গে ওতপ্রােতভাবে জড়িত।

উপরােক্ত আলােচনার পরিপ্রেক্ষিতে বলা যায়—জীবনব্যাপী শিক্ষা বাস্তবে সমগ্র জীবনের সঙ্গে সমার্থক। কেবলমাত্র বিদ্যালয়, মহাবিদ্যালয়-বিশ্ববিদ্যালয়ের প্রথাগত শিক্ষা নয়, অনিয়ন্ত্রিত এবং নিয়মবহির্ভূত শিক্ষার মাধ্যমেও এই শিক্ষা গ্রহণ করা যায়।

জীবনব্যাপী শিক্ষার প্রয়ােজনীয়তা : জীবনব্যাপী শিক্ষা যে কারণে প্রয়ােজনীয়, তা হল —

[1] পরিবর্তনশীল জীবনের সঙ্গে সংগতিবিধান : বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে বিশ্বজুড়ে প্রতিদিন অনেক নতুন নতুন বিষয় আবিষ্কার হচ্ছে। ওই সব নতুন বিষয়ের সাথে অবহিত হওয়ার ক্ষেত্রে জীবনব্যাপী শিক্ষা বিশেষভাবে সহায়তা করে।

[2] বৃত্তিগত কৌশল আয়ত্তীকরণে সহায়তা : প্রযুক্তির উন্নতির ফলে বৃত্তিগত বিভিন্ন ক্ষেত্রেও নতুন নতুন কৌশল ব্যবহৃত হচ্ছে। আধুনিক কৌশল শেখার ক্ষেত্রে জীবনব্যাপী শিক্ষার প্রয়ােজনীয়তা উপলব্ধি করা যায়। 

[3] সামাজিক পরিবর্তনের সাথে সামঞ্জস্যবিধান : আধুনিক যুগে সমাজব্যবস্থাও দ্রুত পরিবর্তিত হচ্ছে। পরিবর্তিত সমাজব্যবস্থার সাথে সামঞ্জস্যবিধানের জন্য জীবনব্যাপী শিক্ষার গুরুত্ব অপরিসীম। 

[4] সমাজের দুর্বল অংশের চাহিদা পূরণ: বাস্তবক্ষেত্রে লক্ষ করা যায় যে, সমাজের দুর্বল অংশের বহু মানুষ বিভিন্ন কারণে প্রারম্ভিক শিক্ষা শেষ হওয়ার আগেই পড়া ছেড়ে দেয়। এরা যদি পরবর্তীকালে পুনরায় পড়া শুরু করতে চায় সেক্ষেত্রে বিভিন্ন কারণে প্রথাগত শিক্ষায় সেই সুযােগদান করা যায় না। সেক্ষেত্রে জীবনব্যাপী শিক্ষা ওই চাহিদা পূরণে সাহায্য করে।

[5] অবসরপ্রাপ্তদের প্রশিক্ষণে সহায়তা : ষাট বছর বয়সের পর কর্মক্ষম থাকলে অনেকে বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়। ওইসব ব্যক্তিদের প্রশিক্ষণ প্রথাগত শিক্ষায় সম্ভব হয় না। সেক্ষেত্রে জীবনব্যাপী শিক্ষার প্রয়ােজনীয়তা উপলব্ধি করা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

2 thoughts on “শিক্ষা হল একটি জীবনব্যাপী প্রক্রিয়া | সংক্ষেপে আলােচনা করাে”

Leave a Comment

error: Content is protected !!