শিক্ষার সংজ্ঞা নিরূপণ করাে | শিক্ষার প্রকৃতি বা স্বরূপ সংক্ষেপে আলােচনা করাে

শিক্ষার সংজ্ঞা নিরূপণ করাে | শিক্ষার প্রকৃতি বা স্বরূপ সংক্ষেপে আলােচনা করাে 2 + 6   Class 11 | শিক্ষার ধারণা ও লক্ষ্য (Education) 8 Marks

উত্তর:

শিক্ষার সংজ্ঞা : শিক্ষা হল একটি বিকাশমূলক প্রক্রিয়া যার সাহায্যে শিশু শৈশব থেকে পরিপক্কতার স্তর অবধি তার দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক দিকের উন্নয়নের মাধ্যমে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে সংগতিবিধানে সক্ষম হয় এবং সমাজের একজন সুযােগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার যােগ্যতা অর্জন করে।

অন্যভাবে বললে, শিক্ষা হল একটি জীবনব্যাপী গতিশীল সামাজিক প্রক্রিয়া যা ব্যক্তির সার্বিক বিকাশ সাধনের মাধ্যমে তার অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনা বা শক্তিগুলির পরিপূর্ণ প্রকাশে এবং সেই সঙ্গে সমাজের সংরক্ষণে ও উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। 

শিক্ষার প্রকৃতি বা স্বরূপ : শিক্ষা হল একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া যা ব্যক্তির শৈশব থেকে পরিণত বয়স পর্যন্ত বিস্তৃত। শিক্ষা শুরু হয় শিশুর ভূমিষ্ঠ হওয়ার দিন থেকে আর চলতে থাকে আমৃত্যু। তাই শিক্ষা হল জীবন বা জীবনই শিক্ষা। নীচে শিক্ষার প্রকৃতি বা স্বরূপ সম্পর্কে সংক্ষিপ্ত আলােচনা করা হল : 

[1] গতিশীল প্রক্রিয়া : শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া। এই প্রক্রিয়া কখনােই থেমে থাকে না। স্থান, কাল, পাত্রভেদে ব্যক্তি ও সমাজের চাহিদার পরিপ্রেক্ষিতে এটি পরিবর্তিত হয়। বিশিষ্ট শিক্ষাবিদ জন ডিউই-এর মতে, এটি হল নিরবচ্ছিন্ন অভিজ্ঞতার পুনর্গঠনের মাধ্যমে জীবনধারণের একটি প্রক্রিয়া। 

[2] জীবনব্যাপী প্রক্রিয়া : মানুষের জীবনধারণের জন্য প্রয়ােজনীয় জ্ঞান, কৌশল, চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি, আদর্শ, ক্ষমতা, মূল্যবােধ ইত্যাদির বিকাশ ঘটানাের প্রক্রিয়া হল শিক্ষা। এটি কোনাে সীমিত সময়ের প্রশিক্ষণ নয় বরং এটি একটি বিরামহীন জীবনব্যাপী প্রক্রিয়া। এটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তিজীবনে সক্রিয়ভাবে কার্যকারী হয় l

[3] সামাজিক প্রক্রিয়া : শিক্ষা হল সমাজ অগ্রগতির প্রধান হাতিয়ার। সমাজ বলতে পারস্পরিক সচেতন ক্রিয়া-প্রতিক্রিয়া-সম্পন্ন মানবগােষ্ঠীকে বােঝায়। শিক্ষা প্রকৃতপক্ষে অনেকগুলি সামাজিক প্রক্রিয়ার সমষ্টি। এই প্রক্রিয়া ব্যক্তির মধ্যে সামাজিক চেতনা জাগ্রত করে, সামাজিক রীতিনীতির সঙ্গে ব্যক্তির পরিচয় ঘটিয়ে দেয়। 

[4] অভিযােজনমূলক প্রক্রিয়া : শিক্ষা হল একটি অভিযােজনমূলক প্রক্রিয়া। এই প্রক্রিয়া ব্যক্তিকে বিভিন্ন পরিবেশের সঙ্গে এবং পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। 

[5] ত্রিমের প্রক্রিয়া : শিক্ষা হল ত্রিমেরু প্রক্রিয়া। প্রাচীন ধারণায় বলা হত শিক্ষা হল দ্বিমেরু প্রক্রিয়া। এটি শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে ঘটে থাকে। অভিজ্ঞ বা জ্ঞানী শিক্ষকের কাছ থেকে অনভিজ্ঞ শিক্ষার্থী বা শিশুর দিকে জ্ঞানের প্রবাহ ঘটে। বর্তমানে বলা হয়—শিক্ষার্থী, শিক্ষক ও পরিবেশ (প্রাকৃতিক ও সামাজিক)—এই তিনটি মেরুর মধ্যে পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার প্রক্রিয়া। 

[6] বিকাশমূলক প্রক্রিয়া : শিক্ষা হল একটি বিকাশমুলক প্রক্রিয়া। শিক্ষা প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীর দৈহিক, মানসিক, সামাজিক, ক্ষোভিক, নৈতিক, বৌদ্ধিক প্রভৃতি বিকাশ সম্পাদিত হয়।

[7] ব্যক্তির আচরণ পরিবর্তনের প্রক্রিয়া : শিক্ষা হল ব্যক্তির বা শিক্ষার্থীর আচরণ পরিবর্তনের প্রক্রিয়া। এই প্রক্রিয়া ব্যক্তি বা শিক্ষার্থীর মধ্যে পুরােনাে আচরণকে ত্যাগ করে, নতুন আচরণ সম্পন্ন করার যােগ্যতা এনে দেয়। নতুন আচরণের সহায়তায় ব্যক্তি কেবলমাত্র তার অস্তিত্ব বজায় রাখে তা নয়, অগ্রগতির পথেও এগিয়ে চলে। 

[8] সমস্যা সমাধানের প্রক্রিয়া : শিক্ষাকে সমস্যা সমাধানের প্রক্রিয়া হিসেবেও বিবেচনা করা হয়। প্রকৃত শিক্ষা ব্যক্তিকে নিষ্ক্রিয় পঠনপাঠনের মধ্যেই সীমাবদ্ধ রাখে না। বরং বাস্তবজীবনের বহু সমস্যার সমাধানে সহায়তা করে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment