Class 11 Class 11 Education সংবেদন, প্রত্যক্ষণ ও ধারণার মধ্যে তুলনা করো

সংবেদন, প্রত্যক্ষণ ও ধারণার মধ্যে তুলনা করো

সংবেদন, প্রত্যক্ষণ ও ধারণার মধ্যে তুলনা করো

উত্তর : 

সংবেদন, প্রত্যক্ষণ ও ধারণার মধ্যে তুলনা :

বিষয়সংবেদনপ্রত্যক্ষণ ধারণা
(1) সংজ্ঞাইন্দ্রিয়গুলির মাধ্যমে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করাই হল সংবেদন।সংবেদনের ওপর নির্ভর করে ব্যক্তির মধ্যে যে অর্থপূর্ণ অভিজ্ঞতার উদ্ভব ঘটে, তাকেপ্রত্যক্ষণ বলা হয়। একজাতীয় বিভিন্ন বস্তু, বিষয় বা ঘটনার মধ্যে যে সাধারণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সেই সম্পর্কিত অভিজ্ঞতাকে ধারণা বলা হয়।
(2) আলােচ্য বিষয়পরিবেশের বিভিন্ন বিষয়।প্রধানত কোনাে বস্তু বা ব্যক্তি।কোনাে বিশেষ ধরনের বস্তুর সাধারণগুণ বা বৈশিষ্ট্য।
(3) প্রকৃতিসর্বদাই বিমূর্ত প্রকৃতির হয়।সর্বদাই মূর্ত প্রকৃতির হয়।মূর্ত এবং বিমূর্ত উভয় প্রকৃতির হয়।
(4) উদ্দেশ্যব্যক্তিকে সচেতন করে তােলা।কোনাে বস্তু বা ব্যক্তি বিষয়ে সার্বিক চেতনা লাভ করা।কোনাে বিশেষ ধরনের বস্তুর সাধারণ গুণাবলির মধ্যে সামান্যীকরণ করা। 
(5) কখন ঘটে বাপর্যায়সবার প্রথম ঘটে। এটি জ্ঞানার্জনের প্রথম পর্যায়।সংবেদনের পরে এবং ধারণা গঠনের আগে প্রত্যক্ষণ ঘটে।প্রত্যক্ষণ ঘটার পরে ধারণা গঠিত হয়।
(6) নির্ভরশীলতাসংবেদন উদ্দীপকের ওপর নির্ভরশীল।প্রত্যক্ষণ, সংবেদন-এর ওপর নির্ভরশীল।ধারণা, সংবেদন ও প্রত্যক্ষণ—এই দুটি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। 
(7) সময় ব্যয়এটি ক্ষণস্থায়ী।এটির জন্য অপেক্ষাকৃত কম সময় লাগে।এটিতে প্রত্যক্ষণের তুলনায় বেশি সময় লাগে।
(8) প্রক্রিয়ার প্রকৃতিএটি একটি সরলতম প্রক্রিয়া।এটি একটি সরল মানসিক প্রক্রিয়া। এটি একটি জটিল মানসিক প্রক্রিয়া।
(9) উল্লেখযােগ্যভূমিকাউদ্দীপক, সংবেদনের ক্ষেত্রে উল্লেখযােগ্য ভূমিকা পালন করে।পৃথকরণ প্রক্রিয়া প্রত্যক্ষণের ক্ষেত্রে উল্লেখযােগ্য ভূমিকা পালন করে।সদৃশকরণ ও সামান্যীকরণ প্রক্রিয়া দুটি ধারণার ক্ষেত্রে উল্লেখযােগ্য ভূমিকা পালন করে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!