Class 10 Class 10 Physical Science স্ট্রাটোস্ফিয়ারের উষ্ণতা ভূপৃষ্ঠের উষ্ণতার তুলনায় কম হয় কেন?

স্ট্রাটোস্ফিয়ারের উষ্ণতা ভূপৃষ্ঠের উষ্ণতার তুলনায় কম হয় কেন?

স্ট্রাটোস্ফিয়ারের উষ্ণতা ভূপৃষ্ঠের উষ্ণতার তুলনায় কম হয় কেন? Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা

উত্তর:- স্ট্রাটোস্ফিয়ারের উষ্ণতা ভূপৃষ্ঠের উষ্ণতার তুলনায় কম হয় কারণ— (1) স্ট্র্যাটোস্ফিয়ারে জলীয় বাষ্প ও ধূলিকণা না থাকায় এর তাপ শােষণ করার ক্ষমতা কম। (2) স্ট্রাটোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব খুবই কম হওয়ায় এই স্তরটি সূর্য থেকে আসা যে সামান্য পরিমাণ তাপ শােষণ করে, তা সহজেই বিকিরণ করে দেয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment