ভারতের প্রথম মহিলা শহিদ হিসেবে প্রীতিলতা ওয়াদ্দেদারের কী ভূমিকা ছিল?

ভারতের প্রথম মহিলা শহিদ হিসেবে প্রীতিলতা ওয়াদ্দেদারের কী ভূমিকা ছিল?  4 Marks/Class 10 উত্তর:- ভূমিকা : বাংলা তথা ভারতবর্ষের প্রথম মহিলা শহিদ ছিলেন বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা চট্টগ্রাম খাস্তগীর স্কুলে তার ছাত্রীজীবন শুরু করেন এবং এই সময়েই তার মনে বিপ্লবী চেতনার উদ্ভব ঘটে। তার শিক্ষিকাদের পাঠদান তার চেতনাকে প্রভাবিত করেছিল তার ভূমিকা হল নিম্নরূপ — … Read more

দীপালি সংঘের কার্যকলাপ সংক্ষেপে লেখ l অথবা, ব্রিটিশ বিরােধী আন্দোলনে দিপালি সংঘের ভূমিকা উল্লেখ করাে। 

দীপালি সংঘের কার্যকলাপ সংক্ষেপে লেখ l অথবা, ব্রিটিশ বিরােধী আন্দোলনে দিপালি সংঘের ভূমিকা উল্লেখ করাে।   4 Marks/Class 10 উত্তর:- বেথুন কলেজের কৃতী ছাত্রী লীলা নাগ ১৯২৩ খ্রিস্টাব্দে মাত্র ১২ জন মহিলা সদস্যকে নিয়ে ঢাকায় দীপালি সংঘ খ্রিস্টাব্দে করেন। উদ্দেশ্য ছিল, মেয়েদের শিক্ষা ও শারীরিক শক্তির বিকাশ l কার্যকলাপ : এই সংঘের কার্যকলাপ হল—  ১. নারীকল্যাণ … Read more

টীকা লেখাে : মাতঙ্গিনী হাজরা 

টীকা লেখাে : মাতঙ্গিনী হাজরা    4 Marks/Class 10 উত্তর:- ভূমিকা : বাংলা তথা ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে যে সমস্ত নারী যােগদান করেছিলেন তাদের মধ্যে বিশেষ উল্লেখযােগ্য ছিলেন ‘গান্ধিবুড়ি’ নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা। পরিচিতি : মাতঙ্গিনী হাজরা ১৮৭০ খ্রিস্টাব্দে মেদিনীপুরের হােগলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি যখন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশ নেন তখন তাঁর বয়স ছিল ৬২। … Read more

ভারত ছাড়াে আন্দোলন পর্বে নারীদের অংশগ্রহণ আলােচনা করাে। 

ভারত ছাড়াে আন্দোলন পর্বে নারীদের অংশগ্রহণ আলােচনা করাে।    4 Marks/Class 10 উত্তর:- ভূমিকা : স্বাধীনতা আন্দোলনের শেষ বৃহৎ গণ আন্দোলন অর্থাৎ ভারত ছাড়াে আন্দোলনে নারীর অংশগ্রহণ ও জাতীয় আন্দোলনে তাদের ভূমিকা অধিকতর স্পষ্ট হয়ে উঠেছিল।  নারীর যােগদান : ভারত ছাড়াে আন্দোলনে নারীদের যােগদান আইন অমান্য আন্দোলনের মতাে পরিকল্পিত ও কর্মসূচিভিত্তিক না হলেও নারীরা যেভাবে যােগদান … Read more

আইন অমান্য আন্দোলনে নারীসমাজের অংশগ্রহণ কেমন ছিল তা বিশ্লেষণ করাে।

আইন অমান্য আন্দোলনে নারীসমাজের অংশগ্রহণ কেমন ছিল তা বিশ্লেষণ করাে।   4 Marks/Class 10 উত্তর:- ভূমিকা : অসহযােগ আন্দোলনের তুলনায় আইন অমান্য আন্দোলনের সময় (১৯৩০-৩৪ খ্রি.) নারীর যােগদান ছিল তুলনামূলকভাবে বেশি। গান্ধিজি লবণকে আইন অমান্যের বিষয়ে পরিণত করে নারীদের কাছে এই আন্দোলন আকর্ষণীয়। করে তুলতে চেয়েছিলেন।  যােগদান : আইন অমান্য আন্দোলনে নারীদের যােগদানের উল্লেখযােগ্য দিক হল—  … Read more

অসহযােগ আন্দোলনে নারীর অংশগ্রহণের প্রকৃতি বিশ্লেষণ করাে।অথবা, অহিংস অসহযােগ আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল? 

অসহযােগ আন্দোলনে নারীর অংশগ্রহণের প্রকৃতি বিশ্লেষণ করাে। অথবা, অহিংস অসহযােগ আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল?   4 Marks/Class 10 উত্তর:- ভূমিকা : ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে অসহযােগ আন্দোলনের পরিধি ছিল বড়াে এবং একারণেই এই আন্দোলনে নারীদের অংশগ্রহণও বৃদ্ধি পায়। নারীদের অংশগ্রহণ : অসহযােগ আন্দোলনে নারীদের। অংশগ্রহণের বিভিন্ন দিকগুলি হল—  ১. বয়কট ও স্বদেশি : মহাত্মা গান্ধি প্রাথমিকভাবে … Read more

স্বদেশি আন্দোলনে সরলাদেবী চৌধুরানির কী ভূমিকা ছিল?

স্বদেশি আন্দোলনে সরলাদেবী চৌধুরানির কী ভূমিকা ছিল?   4 Marks/Class 10 উত্তর:- ভূমিকা : জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কন্যা স্বর্ণকুমারী দেবীর কন্যা ছিলেন সরলাদেবী চৌধুরানি। ঠাকুরবাড়ির স্বাদেশিকতার আবহাওয়া সরলাদেবীকে প্রভাবিত করে এবং স্বদেশি আন্দোলনের মধ্যে দিয়ে তার জাতীয়তাবাদী আন্দোলনে অভিষেক সম্পন্ন হয়।  ১. জাতীয়তাবাদী উৎসব উদযাপন : সুদূর মহিশুরে শিক্ষকতার কাজ করলেও তিনি ১৯০৩ খ্রিস্টাব্দে কলকাতায় আসেন। বাংলায় … Read more

স্বদেশি আন্দোলনে নারীদের অংশগ্রহণের বিভিন্ন দিক বিশ্লেষণ করাে। 

স্বদেশি আন্দোলনে নারীদের অংশগ্রহণের বিভিন্ন দিক বিশ্লেষণ করাে।   4 Marks/Class 10 উত্তর:- ভূমিকা : বঙ্গভঙ্গ-বিরােধী আন্দোলনকালে বাংলায় প্রথম জাতীয় সংগ্রামের পরিসরে যুক্ত হয়। অংশগ্রহণের বিভিন্ন দিক : বঙ্গভঙ্গ-বিরােধী আন্দোলনে নারী সমাজের অংশগ্রহণের উল্লেখযােগ্য দিকগুলি হল— ১. কর্মসূচির বাস্তবায়ন : বঙ্গভঙ্গ-বিরােধী আন্দোলনে শহরের নারীদের অনেকেই বিদেশি বস্ত্র, চুড়িসহ বিদেশি দ্রব্য সামগ্রি বর্জন করে এবং দেশি বস্ত্র … Read more