ট্রোপােস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে। Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা
উত্তর:- ট্রোপােস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি হল— (1) এই স্তরের বায়ুতে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ ইত্যাদির উপস্থিতির জন্য ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনা ঘটে। তাই একে ক্ষুন্ধমণ্ডল বলে। (2) ট্রোপােস্ফিয়ার ভূপৃষ্ঠের উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে। (3) এই অঞ্চলের বায়ু সর্বদা গতিশীল এবং উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা ও চাপ উভয়ই হ্রাস পায়। (4) অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প প্রভৃতি জীবনধারণের জন্য প্রয়ােজনীয় উপাদানগুলি এই অঞলে থাকে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।