ট্রোপোস্ফিয়ার কাকে বলে? একে ‘ক্ষুব্ধমণ্ডল’ বলার কারণ কী? 1+1 Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা
উত্তর:- বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম ট্রোপােস্ফিয়ার। এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে 12 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকে। এই স্তরে বায়ুর মধ্যে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ প্রভৃতি থাকে। ফলে এই স্তরের মধ্যেই ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে। তাই ট্রোপােস্ফিয়ারকে ‘ক্ষুব্ধমণ্ডল’ বলা হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।