দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Physical Science ট্রোপােস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দুটি পার্থক্য লেখাে।

ট্রোপােস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দুটি পার্থক্য লেখাে।

ট্রোপােস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দুটি পার্থক্য লেখাে। Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা

উত্তর:- ট্রোপােস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দুটি পার্থক্য হল— 

ট্রোপােস্ফিয়ারস্ট্র্যাটোস্ফিয়ার 
(1) এটি বায়ুমণ্ডলের প্রথম স্তর অর্থাৎ সর্বনিম্ন স্তর (ভূপৃষ্ঠ থেকে 12 km উচ্চতা পর্যন্ত বিস্তৃত)।(1) এটি বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর (ভূপৃষ্ঠের সাপেক্ষে 12-45 km উচ্চতা পর্যন্ত বিস্তৃত)।
(2) এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমতে থাকে।(2) এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়তে থাকে।
(3) জলকণা, ধূলিকণার উপস্থিতির জন্য এই স্তরে মেঘ, বৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে। তাই একে ক্ষুধমণ্ডলও বলা হয়।(3) জলকণা, ধূলিকণার অনুপস্থিতির জন্য এই স্তরে মেঘ, বৃষ্টি ইত্যাদি হয় না ও আবহাওয়া শান্ত থাকে। তাই একে শান্তমণ্ডলও বলা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

2 thoughts on “ট্রোপােস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দুটি পার্থক্য লেখাে।”

Leave a Comment