দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography উদ্ভিদদেহে হরমােনের সাধারণ কাজগুলি সম্পর্কে লেখাে

উদ্ভিদদেহে হরমােনের সাধারণ কাজগুলি সম্পর্কে লেখাে

উদ্ভিদদেহে হরমােনের সাধারণ কাজগুলি সম্পর্কে লেখাে Class 10 | Life Science (জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্নয়) | 5 Marks

উত্তর:-

উদ্ভিদদেহে হরমােনের কাজ: হরমােন উদ্ভিদদেহে শারীরবৃত্তীয় কার্য নিয়ন্ত্রকরুপে বিশেষত বৃদ্ধি সহায়করূপে যেসব ভূমিকা পালন করে তা নীচে আলােচিত হল।

1) অগ্র ও পার্শ্বীয় বৃদ্ধি: উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধি বলতে প্রধানত কাণ্ড ও মূলের অগ্রভাগের বৃদ্ধিকেই বােঝানাে হয়। অগ্রস্থ ভাজক কলার কোশের বিভাজনের দ্বারাই এই বৃদ্ধি ঘটে থাকে। একে অগ্রস্থ বৃদ্ধিও বলা হয়। এ ছাড়া, পার্শ্বীয় ভাজক কলার বিভাজনের মাধ্যমে উদ্ভিদ প্রস্থে বৃদ্ধি পায়, যা পার্শ্বীয় বৃদ্ধি নামে পরিচিত। এইভাবে ভাজক কলার বিভাজনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি হরমােনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন—অক্সিনের প্রভাবে উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ঘটে। 

2) ফুলের প্রস্ফুটন: উদ্ভিদের জননাঙ্গ হল ফুল। পুষ্পমুকুলের পরিস্ফুটনের মাধ্যমে ফুল ফোটে। উদ্ভিদদেহে পুষ্পমুকুলের সৃষ্টি ও তার থেকে ফুল ফোটার ক্ষেত্রে উদ্ভিদ হরমােন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন—জিব্বেরেলিন হরমােনটি ক্যামেলিয়া, জেরানিয়াম প্রভৃতি ফুল ফুটতে সাহায্য করে। চন্দ্রমল্লিকা, ডালিয়া প্রভৃতি ফুল ফুটতে অ্যাবসিসিক অ্যাসিড সাহায্য করে। 

3) মুকুলােদগম: কিছু উদ্ভিদ হরমােনের প্রভাবে কাণ্ড ও পাতার শীর্ষে থাকা অগ্রমুকুলের বৃদ্ধি হয় ও গাছটি লম্বায় বাড়ে। যেমন—অক্সিন। আবার অগ্রমুকুলের অনুপস্থিতিতে উদ্ভিদ হরমােন পাতার কক্ষে উপস্থিত কাক্ষিকমুকুলের বৃদ্ধি ঘটায় ও নতুন শাখাপ্রশাখা সৃষ্টি করে। 

4) বীজের অঙ্কুরােদগম: বীজের সৃষ্টির পর কিছুদিন তা সুপ্ত অবস্থায় থাকে। উপযুক্ত বাহ্যিক ও অভ্যন্তরীণ শর্তের উপস্থিতিতে এই সুপ্তাবস্থা ভঙ্গ হয় অর্থাৎ, অঙ্কুরােদ্গম ঘটে। যেমন— জিব্বেরেলিন।

5) ট্রপিক চলন: উদ্ভিদের বিভিন্ন প্রকার ট্রপিক চলন, প্রধানত ফোটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে হরমােন প্রধান ভূমিকা পালন করে। যেমন—অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!