4. Write a biography of Swami Vivekananda with the help of the following points: [নীচের সূত্রগুলি অনুসরণ করে স্বামী বিবেকানন্দের একটি জীবনী লেখাে:] Points Birth: 12th Jan, 1863—Parents: Biswanath Datta and Bhubaneswari Devi of Shimla Street, Kolkata—Childhood: restless, courageous and naughty—Education: Metropolitan School, Presidency College-Monastic life: met Sri Ramakrishna-Speech in Chicago Parliament of Religions, 1893—Founded Ramakrishna Math and Mission at Belur, 1898–Death: 4th July, 1902
Ans:
SWAMI VIVEKANANDA
Bengal has given us many great souls. Swami Vivekananda is one of them. This great Hindu monk was born of Biswanath Datta and Bhubaneswari Devi at Shimla Street area in Kolkata on 12 January, 1863. His original name was Narendranath Datta, but he was more popular as Biley (161). He was very restless, naughty and courageous from his childhood. After completing his early education at Metropolitan School, he graduated from Presidency College. In a rare turn of events, he met Sri Ramakrishna and was greatly influenced by him. He became his disciple and came to be known as Swami Vivekananda. He travelled to many holy places and made pilgrimages throughout India. In the year 1893, he went to Chicago as a Hindu delegate to participate in the Parliament of Religions. Vivekananda founded the Ramakrishna Math and Mission at Belur in 1898. He breathed his last on 4 July, 1902, but his ideals continue to inspire us to be real human beings even today.
স্বামী বিবেকানন্দ
বাংলা আমাদের দিয়েছে বহু মহান মানুষ। স্বামী বিবেকানন্দ তাদের মধ্যে অন্যতম। ১৮৬৩ খ্রিস্টাব্দের ১২ জানুয়ারি কলকাতার সিমলা স্ট্রিট অঞ্চলে বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবীর সন্তান এই মহান হিন্দু সন্ন্যাসীর জন্ম হয়। তাঁর প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, কিন্তু তিনি বিলে নামেই বেশি পরিচিত ছিলেন। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন অস্থির, দুষ্ট এবং সাহসী। মেট্রোপলিটান স্কুলে প্রথম জীবনের শিক্ষা শেষ করে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হন। বিরল ঘটনাক্রমে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং তার দ্বারা তিনি ভীষণভাবে প্রভাবিত হন। তিনি তাঁর শিষ্য হন এবং স্বামী বিবেকানন্দ নামে পরিচিতি লাভ করেন। তিনি বহু পবিত্র স্থান ভ্রমণ করেন এবং সেই সঙ্গে সারা ভারতজুড়ে তীর্থযাত্রা করেন। ১৮৯৩ খ্রিস্টাব্দে তিনি একজন হিন্দু প্রতিনিধি হিসেবে শিকাগাের ধর্মমহাসভায় যােগ দেন। ১৮৯৮ খ্রিস্টাব্দে বেলুড়ে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশন স্থাপন করেন। ১৯০২ খ্রিস্টাব্দের ৪ জুলাই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন, কিন্তু তার আদর্শ এখনও প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য আমাদের উদ্বুদ্ধ করে।
Read Also
Tokyo Olympics, a short paragraph writing | Paragraph/Essay writing on Tokyo olympics
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।