Write a letter of complaint to the police officer of a local police station about the loss of a bicycle. [পুলিশ অফিসারকে একটি সাইকেল হারানাের অভিযােগ জানিয়ে একটি চিঠি লেখাে।]
Ans:-
TO
The Officer-in-Charge
Belgharia Police Station
Kolkata-700056
Sub: Complaint about the loss of a bicycle
Sir, I wish to inform you of the loss of my bicycle at around 6 in the evening yesterday. I had kept my bicycle locked in front of Zenith Nursing Home, Belgharia I had gone to see my ailing uncle there. I was utterly dismayed on finding my cycle missing when I came out of the nursing home. I searched desperately but was unable to trace it. It was a new red BSA SLR bicycle with my name written on the back mudguard. I shall be grateful to you if you kindly look into the matter and take proper steps to recover my lost bicycle. I hope for your prompt action.
Dated: 07.07.19
Yours sincerely,
Bijoy Paswan
23/5 Belgharia Station Road,
Kolkata-700056
বিষয়: সাইকেল হারানাের অভিযােগ
মহাশয়, আমি আপনাকে জানাচ্ছি যে, গতকাল প্রায় সন্ধে ছটার সময় আমার সাইকেলটা খােয়া গেছে। বেলঘরিয়ার জেনিথ নার্সিংহােমের সামনে আমি আমার সাইকেলে তালা দিয়ে রেখেছিলাম। ওখানে আমি আমার অসুস্থ কাকাকে দেখতে গিয়েছিলাম। নার্সিংহােম থেকে বেরিয়ে সাইকেলটাকে সেখানে দেখতে না পেয়ে আমি চরম হতাশাগ্রস্ত হয়ে যাই। আমি মরিয়া হয়ে খুঁজেও সেটার সন্ধান পাইনি। এটা একটি নতুন লাল রঙের BSA SLR সাইকেল যার পেছনের চাকার মাডগার্ডে আমার নাম লেখা রয়েছে। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব যদি আপনি বিষয়টি দেখে। আমার হারানাে সাইকেল উদ্ধারের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন। আপনার দ্রুত পদক্ষেপ গ্রহণের আশায় রইলাম।
তারিখ: ০৭.০৭.১৯
আপনার বিশ্বস্ত,
বিজয় পাসওয়ান
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।