Write a letter to a friend living in a village about the place you live in. [তুমি যে জায়গাটায় থাকো সেটার সম্বন্ধে গ্রামে থাকা তােমার এক বন্ধুকে চিঠি লেখাে।]
Ans:-
Points: The name of the place you live in-district where situated—the people around you-sights worth seeing—why you like the place.
Own address ……
Date ……
My dear Pronil, I have received your letter. You have wanted to know about the place I live in. Here you are. I am a resident of Salt Lake in North 24 Parganas. Here We get both, civic amenities of a modern city and greenery of rural area. People of different communities live here. So, in our housing estate, we celebrate Eid-ul-Fitr, Durga Puja, Diwali and Christmas in the same spirit. The Nicco Park, the Nalban and Aquatica, the water park, are worth seeing. You can enjoy different rides there. To be frank, I like Salt Lake because of its spick-and-span and pollution free environment. Please visit the place in the next vacation and enjoy the place yourself.
With love,
Yours ever,
Tapati
STAMP
Pronil Chatterjee
Vill. and P.O. Jamalpur
Dist. Bardhaman;
West Bengal
প্রিয় প্রণীল, তাের চিঠি পেয়েছি। আমি যেখানে থাকি সেই জায়গাটার ব্যাপারে তুই জানতে চেয়েছিস। তােকে এখানে এই কথাই বলছি। আমি উত্তর ২৪ পরগণার সল্টলেকের বাসিন্দা। এখানে আমরা আধুনিক নগরের পৌর সুযােগসুবিধা ও গ্রামাঞ্চলের শ্যামলিমা দুইই পাই। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেন। তাই, আমাদের আবাসনে ইদ-উল-ফিতর, দুর্গা পুজো, দেওয়ালি আর খ্রিস্টমাস একই উদ্যোগে পালন করা হয়। এখানে দেখার মতাে জায়গা হল নিকোপার্ক, নলবন আর অ্যাকোয়াটিকা, যা এক জলক্রীড়া উদ্যান। এই জায়গাগুলােয় তুই বিভিন্ন ক্রীড়া উপভােগ করতে পারিস। স্পষ্ট কথায়, সল্টলেক আমার ভালাে লাগে এর ঝকঝকে ও দূষণমুক্ত পরিবেশের জন্য। আমার অনুরােধ, তুই পরের ছুটিতে এই জায়গায় আয়, আর নিজের মতাে করে উপভােগ কর।
ভালােবাসাসহ,
তাের চিরদিনের,
তপতী
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।