Write a letter to the editor of an English newspaper (within 100 words) about the bad effects of watching violence crime on TV

Write a letter to the editor of an English newspaper (within 100 words) about the bad effects of watching violence crime on TV. [টেলিভিশনে হিংসা এবং অপরাধ দেখার খারাপ প্রভাবের বিষয়ে (১০০ শব্দের মধ্যে) একটি ইংরেজি সংবাদপত্রের সম্পাদককে একটা চিঠি লেখাে।]

Ans:-

Points: violence and crime on TV affects our mind —- destroy innocence–affect child psychology, afraid can’t trust people—become sick—-affectes mental health

To
The Editor
The Times of India
8th Floor, Shantiniketan Building Camac Street
Kolkata-700017 

Sub: Bad effects of watching violence

Sir, Please allow me some space in your esteemed daily to express my concern about the bad effects of watching violence and crime on television. Most of us glue our eyes to TV sets day in and day out. As a result, we watch violent and criminal activities. They affect our mind to an unbelievable extent. Children and juveniles are mostly affected due to this. Children start becoming afraid and stop trusting any person. Being mentally sick, they may indulge in criminal activities. To stop this, the TV channels must stop telecasting violent and criminal scenes during prime time. Just for the sake of business, none should be allowed to deprive our children of their childlike innocence. 

Dated: 30.11.19

Yours sincerely, 
Pratyusha Bhattacharya 
BG-21 Salt Lake
Kolkata-700073

বিষয়: দূরদর্শনে হিংসা এবং অপরাধ দেখার কুফল

মহাশয়, আপনার বিখ্যাত সংবাদপত্রে দয়া করে আমাকে একটু জায়গা দিন যাতে আমি দূরদর্শনে হিংসা এবং অপরাধ দেখার কুফলের বিষয়ে আমার উদবেগ প্রকাশ করতে পারি। আমাদের মধ্যে অধিকাংশ ব্যক্তিই দিনরাত টিভিতে চোখ লাগিয়ে বসে থাকে। ফলে আমরা হিংসা এবং অপরাধমূলক কাজকর্ম দেখি। তারা আমাদের মনকে অবিশ্বাস্যরকমে প্রভাবিত করে। শিশু আর কিশােররা এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। শিশুরা ভয় পেতে এবং চারপাশের কোনাে লােককে বিশ্বাস না করতে শুরু করে। মানসিকভাবে অসুস্থ হওয়ায় তারা অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়তে পারে। এটা বন্ধ করার জন্য টিভি চ্যানেলগুলােকে মুখ্য সময়ে হিংস্র এবং অপরাধমূলক দৃশ্য সম্প্রচার করা বন্ধ করতে হবে। স্রেফ ব্যাবসার জন্য কেউ আমাদের শিশুদের শিশুসুলভ সরলতা থেকে বঞ্চিত করতে পারে না। 

তারিখ: ৩০.১১.১৯

আপনার বিশ্বস্ত,
প্রত্যুষা ভট্টাচার্য

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment