Write a letter to the headmistress of your school praying for special classes

Write a letter to the headmistress of your school praying for special classes. [তােমার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে বিশেষ ক্লাস নেওয়ার আবেদন জানিয়ে চিঠি লেখাে।]

Ans:-

The Headmistress 
XYZ Institution 
Kolkata-700027

Sub: Prayer for special classes 

Madam, With due respect I would like to inform you that we, the students of class X, are facing a great problem due to the incompletion of our syllabus. The Test examination is knocking at the door. A major part of the maths and physical science syllabus is yet to be taught. In other subjects, too, the revision has not yet been done. The problem has risen greatly because of the unwanted holidays all through the year. We need at least four classes per week in order to answer the questions given in the question bank, and to complete the remaining part of the maths and physical science syllabus. I, therefore, earnestly, request you to make arrangements for a few special classes from now on. 

Dated: 02.09.19

Yours obediently, 
Reshmi Chatterjee
Class X, Roll no-13

বিষয়: বিশেষ ক্লাসের জন্য আবেদন

মহাশয়া, উপযুক্ত শ্রদ্ধা সহকারে আমি আপনাকে জানাতে চাই যে, আমরা, দশম শ্রেণির ছাত্রীরা, সিলেবাস শেষ না হওয়ার কারণে প্রবল সমস্যার সম্মুখীন হয়েছি। সামনেই টেস্ট পরীক্ষা এখনও পর্যন্ত অঙ্ক এবং ভৌতবিজ্ঞানের সিলেবাসের অনেকটা অংশই পড়ানাে বাকি রয়েছে। অন্যান্য বিষয়েও পুনর্বার পড়ার সুযােগ হয়নি। সারাবছর ধরে অবাঞ্ছিত ছুটির ফলে সমস্যাটি আরও বেড়েছে। প্রশ্ন ব্যাংকে দেওয়া প্রশ্নের উত্তর করতে এবং অঙ্ক ও ভৌতবিজ্ঞানের সিলেবাসের বাকি অংশগুলাে শেষ করার জন্য আমাদের সপ্তাহে অন্তত চারটি ক্লাসের প্রয়ােজন। তাই এখন থেকেই কিছু বিশেষ ক্লাসের ব্যবস্থা করার জন্য আমি সনির্বন্ধ অনুরােধ জানাই। 

তারিখ: ০২.০৯.১৯

আপনার অনুগত,
রেশমি চ্যাটার্জী

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment