Write a letter to the superintendent of CESC telling him to ensure uninterrupted supply of power during the Examination days

Write a letter to the superintendent of CESC telling him to ensure uninterrupted supply of power during the Examination days. [পরীক্ষার দিনগুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার অনুরােধ জানিয়ে সি.ই.এস.সি.র সুপারিন্টেন্ডেন্টের কাছে একটি চিঠি লেখাে।] 

Ans:-

To
The Superintendent CESC 
Alipore Sub-division 
Kolkata-700027

Sub: Request for uninterrupted power supply

Sir,
On behalf of all the students of Alipore I beg to state that we are suffering from prolonged power cuts over the past month or so. Our Madhyamik Pariksha will be held from 1 to 10 February, 2020. I sincerely request you to arrange for proper precautionary measures so that we may not experience any power crisis on those days. I hope you will look into the matter with the students. 

Dated: 20.12.19

Yours truly, 
Avik Mukhopadhyay 
126 Judges Court Road 
Alipore Kolkata-700027

বিষয়: নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আবেদন

মহাশয়,
আলিপুর অঞ্চলের সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে আমি আজ জানাই যে, প্রায় একমাস বা এরকম সময় থেকে আমরা লােডশেডিংয়ের সমস্যায় ভুগছি। আমাদের মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি অবধি। আমি একা আপনাকে অনুরােধ জানাচ্ছি, আগাম উপযুক্ত সতর্কতামূলক ব্যাবস্থা নিন, যাতে ওই দিনগুলিতে আমাদের লােডশেডিংয়ের সম্মুখীন হতে না হয়। 
আমি আশা করি ছাত্রছাত্রীদের স্বার্থে আপনি বিষয়টি বিবেচনা করবেন।

তারিখ: ২০.১২.১৯

আপনার বিশ্বস্ত, 
অভীক মুখােপাধ্যায়

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment