Write a letter to your friend about the benefits of reading a good newspaper everyday. [তােমার বন্ধুকে রােজ একটা ভালাে সংবাদপত্র পড়ার পরামর্শ দিয়ে চিঠি লেখাে।]
Points: a regular source of information-spread of knowledge-developing reading habits.
Ans:-
Own address ……
Date ……
Dear Tapas, From mom’s letter I have learnt that you do not like reading a newspaper. Instead, you are interested in watching TV programmes. But this is not a good habit. Benefits of reading a good newspaper daily are many. A good newspaper gives us many important pieces of information regularly. Here we learn about currents and cross currents of political and economic affairs, ups and downs in the playing field, latest discoveries of scientists etc. Besides, by reading a newspaper we may increase our vocabulary. A habit of reading also builds up. And, if you are interested about gossips and news of the tinseltown, then also you have to read a newspaper daily So, to make your mornings more meaningful start reading a good newspaper from tomorrow. With love,
Yours ever,
Arun
STAMP
Tapas Kumar Chakraborty
56 Ambalal Park Society
Water Tank Road, Kareli Baug
Vadodara-300018
প্রিয় তাপস, মায়ের চিঠিতে জানতে পারলাম যে তুমি খবরের কাগজ পড়া পছন্দ কর না। বরং টিভিতে অনুষ্ঠান দেখার ব্যাপারে তুমি আগ্রহী। কিন্তু এটা ভালাে অভ্যেস নয়। রােজ একটা ভালাে খবরের কাগজ পড়ার সুফল অনেক। একটা ভালাে খবরের কাগজ নিয়মিত আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এখানে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের স্রোত ও পালটা স্রোতের কথা, খেলার মাঠে ওঠা পড়ার কথা, বিজ্ঞানীদের সাম্প্রতিকতম আবিষ্কার প্রভৃতির বিষয়ে জানতে পারি। তা ছাড়া একটা খবরের কাগজ পড়ে আমরা আমাদের শব্দভাণ্ডার বাড়াতে পারি। পড়ার অভ্যেসও গড়ে ওঠে। আর, তুমি যদি গ্ল্যামার দুনিয়ার খবর এবং গুজবের ব্যাপারে আগ্রহী হও, তাহলেও তােমাকে রােজ একটা খবরের কাগজ পড়তে হবে। তাই, তােমার সকালটাকে আরও অর্থবহ করে তুলতে কাল থেকে একটা ভালাে খবরের কাগজ পড়া শুরু করাে।
ভালােবাসাসহ,
তােমার চিরদিনের,
অরুণ
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।