Write a letter to your friend about the importance of blood donation camp

Write a letter to your friend about the importance of blood donation camp. [তােমার বন্ধুকে রক্তদান শিবিরের গুরুত্বের বিষয়ে একটা চিঠি লেখাে।]

Ans:-

Own address …….
Date …….

Dear Anirban, I have received your letter. From your letter I have learnt that a blood donation camp was organised in your area by a local club and you find it completely unnecessary. But, you are not right. Importance of a blood donation camp is too much to express in a few words. Blood cannot be manufactured in a laboratory or in a factory. But blood is needed more than often to save lives of dying patients. So, unless it is donated, its demand cannot be met. And if it is not met, then hundreds of patients will be left to die without any kind of treatment. Especially in summer days, it is quite difficult to preserve blood. So, blood donation camps are to be organised at regular intervals. The boys of the club in your locality, therefore, did the right job by organising a camp. They actually rendered a social service with due spirit. When we turn 18, we also must donate blood to save lives.
With love,

Yours ever,
Kiran

STAMP
Anirban Dhar
C/o Chhobi Dhar
13/A Feeder Road, Belgharia
Kolkata-700056।

প্রিয় অনির্বাণ, আমি তাের চিঠি পেয়েছি। তাের চিঠি থেকে জেনেছি তােদের এলাকায় স্থানীয় একটি ক্লাব রক্তদান শিবিরের আয়ােজন করেছিল এবং তাের মনে হয়েছে এটা পুরােপুরি অদরকারি। কিন্তু তাের কথাটা ঠিক নয়। একটা রক্তদান শিবিরের গুরুত্ব কয়েকটা কথায় প্রকাশ করার পক্ষে খুবই বেশি। গবেষণাগার বা কারখানায় রক্ত তৈরি করা যায় না। কিন্তু মরণাপন্ন রােগীদের জীবন বাঁচাতে ঘনঘন রক্ত লাগে। সুতরাং এটা দান না করলে এটার চাহিদা মেটানাে যায় না। আর যদি এটা না মেটানাে যায়, তবে শয়ে শয়ে লোক বিনা চিকিৎসায় মারা যাবে। বিশেষত গরমের দিনগুলােতে, রক্ত সংরক্ষণ করা খুবই অসুবিধাজনক। তাই নিয়মিত রক্তদান শিবিরের আয়ােজন করতে হয়। এজন্য তাের এলাকার ক্লাবের ছেলেরা শিবির আয়ােজন করে ঠিক কাজই করেছে। প্রকৃতপক্ষে তারা যথার্থভাবে সমাজসেবা করেছে। যখন আমাদের ১৮ বছর বয়স হবে তখন আমরা অবশ্যই জীবন বাঁচাতে রক্ত দান করব। 
ভালবাসাসহ,

তাের চিরদিনের,
কিরণ

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment