Write a newspaper report on an incident of drowning at Mandarmani sea beach

Write a newspaper report on an incident of drowning at Mandarmani sea beach with the given points: [প্রদত্ত সূত্রগুলি দিয়ে মন্দারমণি সমুদ্রসৈকতে জলে ডুবে যাওয়ার ঘটনার ওপর একটি সংবাদপত্রের প্রতিবেদন লেখাে:]

Points: Date: September 17, 2016—Place: Mandarmani sea beach, Midnapore-Nature of accident: 3 young men from Kolkata drowned in the sea-Cause of accident: bad weather, strong waves due to high tide—Casualties: 3 dead, 1 body discovered by local divers, 2 yet to be traced out.

Ans:-

THREE YOUTHS DROWN OFF MANDARMANI BEACH
-By a staff reporter 

Digha, November 12: A weekend trip to Mandarmani beach ended in tragedy for three youths from Kolkata. They drowned after being swept away by strong waves on Sunday afternoon. Ignoring the bad weather they were trying to have a bath in the sea. Suddenly they encountered strong currents which pushed them further and they ultimately disappeared in waters. Locals dived into the water and recovered one body belonging to Debashis Ganguly. A search is on for the other two. Debashis along with his two friends worked in a private company in Bidhannagar. All the three friends were in their mid-20s. 

মন্দারমণি সমুদ্রসৈকত থেকে তিন যুবক জলে ডুবে গেল
—নিজস্ব সংবাদদাতা দ্বারা

দিঘা, নভেম্বর ১২: সপ্তাহান্তে মন্দারমণি যাত্রা কলকাতার তিন যুবকের কাছে ট্র্যাজেডি হয়ে দাঁড়াল। রবিবার বিকেলে প্রবল ঢেউতে ভেসে গিয়ে তারা ডুবে যায়। খারাপ আবহাওয়াকে অগ্রাহ্য করে তারা সমুদ্রে স্নান করার চেষ্টা করছিল। হঠাৎ তারা প্রবল স্রোতের মুখে পড়ে যা তাদের অনেকটা ঠেলে দেয় এবং শেষপর্যন্ত তারা জলের ভিতর অদৃশ্য হয়ে যায়। স্থানীয় লোকেরা জলে ঝাপ দিয়ে দেবাশিস গাঙ্গুলি নামে একজনের দেহ উদ্ধার করে। বাকিদের খোঁজ চলছে। দেবাশিস বাকি দুই বন্ধুর সঙ্গে বিধাননগরের একটি বেসরকারি সংস্থায় কাজ করত। তিন বন্ধুর বয়সই কুড়ির কোঠার মাঝামাঝি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment