Write a newspaper report on Swine flu with the help of the following points: [নীচের সূত্রগুলির সাহায্যে সােয়াইন ফ্লু এর উপর একটি প্রতিবেদন লেখাে:]
Points: Incident: Swine flu (caused by HiN, Villa, Date: March 2, Persons affected: 16 cases in the back 24 hours, total 458 since January, 83 patients in different hospitals at present; No. of persons died. Total 24 since January, No. of persons cured: 349. Steps taken: All govt. and private hospitals are instructed not to refuse a single case, also to attend to the patients separately
Ans:-
SIXTEEN MORE SWINE FLU CASES FOUND
-By Debarati Pathak
Kolkata, March 2: No death due to swine flu has been reported in West Bengal in the last 24 hours, even though 16 persons tested positive for the HyNy virus. Out of the 16 cases, nine are from the city and the other seven from the suburbs. Currently, 83 patients are being treated at different hospitals across the state. Since January, 24 people have died of swine flu while 349 have been discharged after complete recovery. The total number of people infected during the period has been 458. The State Govt. Health Department has been working day in and day out to fight the disease. All Govt. and private hospitals and nursing homes have been forbidden to refuse any swine flu case. They have also been asked to attend every patient infected by HyNy virus separately to minimise the chances of spreading the virus.
আরও ১৬টি সােয়াইন ফ্লু রােগী পাওয়া গেল
—দেবারতি পাঠক দ্বারা
কলকাতা, মার্চ ২: বিগত ২৪ ঘণ্টায় সােয়াইন ফ্লুর কারণে পশ্চিমবঙ্গে কোনাে মৃত্যুর খবর নেই যদিও নতুন করে ১৬ জনের মধ্যে এইচ১এন১ ভাইরাসের সন্ধান মিলেছে। ১৬ জনের মধ্যে ৯ জন শহরের, বাকি ৭ জন শহরতলির। বর্তমানে, সমগ্র রাজ্যের বিভিন্ন হাসপাতালে ৮৩ জন রােগীর চিকিৎসা চলছে। জানুয়ারি থেকে এই পর্যন্ত সােয়াইন ফ্লু-তে ২৪ জনের মৃত্যু হয়েছে আর ৩৪৯ জনকে পুরোপুরি রােগমুক্ত করে ছাড়া হয়েছে। এই সময়ের মধ্যে সংক্রমিত রােগীর মােট সংখ্যা ছিল ৪৫৮। এই রােগের মােকাবিলা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ দিনরাত এক করে কাজ চালাচ্ছে। সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতাল ও নার্সিং হােমকে বারণ করা হয়েছে যাতে সােয়াইন ফ্লু-তে আক্রান্ত কোনাে রােগীকেই যেন ফেরৎ না পাঠায়। এদেরকে আরও বলা হয়েছে যে এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত প্রতিটি রােগীকে আলাদা করে চিকিৎসা করতে, যাতে রােগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা কমানাে যায়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।