write a paragraph on how omelete is made

WRITING SKILL | PARAGRAPH/PROCESS WRITING

Use the following flow chart to write a paragraph on how omelete is made: [নীচের ফ্লোচার্টটি ব্যবহার করে কীভাবে অমলেট তৈরি করতে হয় তার ওপর একটি অনুচ্ছেদ লেখাে:]

Flow chart : Cutting onion, chilli and ginger into pieces—breaking an egg in a bowl-mixing onion, ginger and chilli in the egg-adding salt-stirringpouring oil into a frying pan—pouring the mixture and spreading in pan—frying both sides and rolling, serving hot with black pepper.

Ans:

PREPARATION OF OMELETTE

The ingredients needed for an omelette are egg, onion, green chilli, ginger, salt and black pepper. At first, onion, green chilli and ginger are cut into very small pieces. Then an egg is broken in a bowl and mixed with the chopped ingredients. Next, salt is added and the mixture is stirred well with a spoon. After this a frying pan is put on the fire and some oil is poured into it. The mixture is then poured into the heated pan and spread. Thereafter, both sides are fried and rolled. Finally, the omelette is ready to be served with black pepper spread over it.

অমলেট তৈরি

যে উপাদানগুলি অমলেট তৈরিতে দরকার সেগুলি হল ডিম, পেঁয়াজ, কাঁচালঙ্কা, আদা, নুন ও গােলমরিচ। প্রথমে, পেয়াজ, কঁচালঙ্কা ও আদা কুচিকুচি করে কাটা হল। এরপর একটি পাত্রে ডিম ভেঙে এর সঙ্গে কুচিকুচি করে কাটা উপাদানগুলি মেশানাে হল। পরে, এতে নুন দিয়ে ভালাে করে মিশ্রণটিকে একটি চামচ দিয়ে নাড়া হল। এরপর, আগুনে তাওয়া বসিয়ে তাতে কিছুটা তেল দেওয়া হল। তারপর মিশ্রণটিকে গরম তাওয়ায় ঢেলে ছড়িয়ে দেওয়া হল। এরপর, দুপঠ ভালাে করে ভেজে রােল পাকিয়ে নেওয়া হল। শেষপর্যন্ত গােলমরিচ ছড়িয়ে পরিবেশন করার জন্য অমলেট সম্পূর্ণ তৈরি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment