Write a paragraph on how phenyl is prepared

Write a paragraph on how phenyl is prepared: [কীভাবে ফিনাইল তৈরি হয় তার ওপর একটি অনুচ্ছেদ লেখাে:]

Flow chart: Mixing crushed resin with boiled castor oil-cooling-caustic soda solution added and stirred frequently-pouring creosote oil-leaving for ten minutes-adding carbolic acid and potassium permanganate-pouring water-constant stirring kept for 24 hours and poured into bottles.

PHENYL MAKING 

Phenyl is a very useful and well-known cleaner. The making of phenyl at home involves the following stages. At first, castor oil is boiled in a big pot and crushed resin is mixed with it. Then it is allowed to cool. Next, caustic soda solution is added to it and the whole solution is stirred frequently. Thereafter, some creosote oil is poured into it and it is left for ten minutes. Then carbolic acid and potassium permanganate are mixed with it. Then water is poured into it. The mixture is constantly stirred in the next stage. Now, it is kept for 24 hours and phenyl is obtained. Finally, it is poured into bottles and labelled.

ফিনাইল প্রস্তুতকরণ

ফিনাইল হল খুবই দরকারী এবং অতিপরিচিত পরিষ্কারক। বাড়িতে ফিনাইল তৈরির জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করা হয়। প্রথমে, একটি বড় পাত্রে রেড়ির তেল ফোটানাের সময় এতে ধুনাে গুঁড়াে করে মেশানাে হয়। এরপর একে ঠান্ডা হতে দেওয়া হয়। পরে কাপড় কাচার সােডার মিশ্রণ এর সঙ্গে মেশানাে হয় এবং ঘন ঘন এই মিশ্রণ নাড়তে হয়। তারপর এতে ক্ৰিয়ােজোট তেল ঢালা হয় এবং দশ মিনিট এইভাবে ফেলে রাখা হয়। এরপর এতে কার্বলিক অ্যাসিড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশানাে হয়। তারপর এতে জল ঢালা হয়। এর পরের ধাপে মিশ্রণটিকে অবিরামভাবে নাড়া হয়। এখন একে ২৪ ঘণ্টা ফেলে রাখা হয়, আর এরপর আমরা ফিনাইল পাই। সবশেষে, বােতলে ভরে একে লেবেলিং করা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

2 thoughts on “Write a paragraph on how phenyl is prepared”

Leave a Comment

error: Content is protected !!