Write a paragraph on how rain is formed

Write a paragraph on how rain is formed: [বৃষ্টি কীভাবে সৃষ্টি হয় তার ওপর একটি অনুচ্ছেদ লেখাে:]

Flow chart: Water from waterbodies sucked by sun rays—water vapour formed-vapour rises high in the sky-becomes cool-condenses—forms tiny particles of water-floats in the air as clouds large and heavy particles-clouds fall on earth as rain.

Ans:-

FORMATION OF RAIN 

Rain brings great joy and relief to all of us. The formatie rain is a natural phenomenon and it follows a cyclic proces At first, water from waterbodies like seas and streams in sucked up by the rays of the sun. Then, water vapour is formed. It slowly rises higher and higher in the sky. Next it gets cooled and condenses into tiny water particles. Now these tiny particles float in the air in the form of clouds Slowly the cloud becomes heavy holding more and more large water particles. Finally, these water particles become too heavy to float anymore and fall on earth as rain.

বৃষ্টির উৎপত্তি

বৃষ্টি আমাদের সবার কাছে মহা আনন্দ ও স্বস্তির বার্তা নিয়ে আসে। বৃষ্টির উৎপত্তি হল একটি প্রাকৃতিক ঘটনা এবং এটি একটি চক্রাকার পদ্ধতি অনুসরণ করে। প্রথমে, সমুদ্র, নদী ইত্যাদির মতাে জলভাগ থেকে জল সূর্যরশ্মি দ্বারা শােষিত হয়। এরপর, জলীয় বাষ্প সৃষ্টি হয়। তা ধীরে ধীরে আকাশে ওপর দিকে উঠতে থাকে। পরে তা ঠান্ডা হয় এবং ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। এখন এই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলি মেঘ হয়ে বাতাসে ভেসে বেড়ায়। ধীরে ধীরে আরও বড়াে জলকণা ধরে রাখার ফলে মেঘ ভারী হয়ে ওঠে। শেষপর্যন্ত এই জলকণাগুলি এত ভারী হয়ে পড়ে যে তা আর ভেসে থাকতে পারে না এবং বৃষ্টির আকারে পৃথিবীর বুকে ঝরে পড়ে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “Write a paragraph on how rain is formed”

Leave a Comment