write a paragraph on how to make bread

Use the following flow chart to write a paragraph on how to make bread: [নীচের ফ্লো-চার্টটি ব্যবহার করে কীভাবে পাউরুটি তৈরি করতে হয় তার ওপর একটি অনুচ্ছেদ লেখাে:]

Flow Chart : Flour, salt, yeast, water-weighedmixed-dough prepared—cut into one round piece rolled and shaped—baked 20-30 minutesslicedWrapped in paper-ready for the market.

PREPARATION OF BREAD

Some rules are followed for preparing bread, a common food item. The ingredients needed are flour, salt and yeast. At first, flour, salt and yeast are weighed and mixed well. Then water is poured and mixed and the mixture is kneaded well. Now the dough is ready. It is formed into short round balls. Thereafter, such balls are rolled and shaped properly. Then the shaped bread is baked in the oven for 20 to 30 minutes. The baked bread is cut into loaves and sliced in the next stage. Finally, the sliced bread is wrapped in paper and sent to the market.

পাউরুটি তৈরি

পাউরুটি , একটি সাধারণ খাবার, তৈরি করার জন্য কতগুলি নিয়ম মেনে চলতে হয়। এর জন্য প্রয়ােজনীয় উপাদানগুলি হল ময়দা, নুন এবং ঈস্ট l প্রথমে ময়দা, নুন আর ইস্ট ওজন করে ভালো করে মেশানো হয় l এরপর জল ঢেলে মাখিয়ে মিশ্রণটিকে ভালোভাবে ঠাসা হয় l এখন ময়দা মাখা প্রস্তুত। এরপর ময়দা মাখা থেকে ছােটো ছােটো গােল বলের মতাে লেচি কাটা হয়। তারপর ওই বলগুলােকে ঘুরিয়ে ঘুরিয়ে সঠিক আকারে আনা হয়। তখন ওই সঠিক আকারের পাউরুটিকে ২০ থেকে ৩০ মিনিট ধরে ওভেনে সেঁকা হয়। পরবর্তী ধাপে ওই সেঁকা পাঁউরুটিকে পাতলা ফালি করে কাটা হয়। সবশেষে, ওই ফালি করা পাউরুটিকে কাগজের মােড়কে মুড়ে বাজারে পাঠানাে হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “write a paragraph on how to make bread”

Leave a Comment