write a paragraph on the preparation of a mixture useful for rehydration or maintaining balance of water in the body | PREPARATION OF ORS

WRITING SKILL | PARAGRAPH/PROCESS WRITING

Use the following flow chart to write a paragraph (in about 100 words) on the preparation of a mixture useful for rehydration or maintaining balance of water in the body: [নীচের ফ্লো-চার্টটি ব্যবহার করে পুনরুদন বা দেহে জলের মাত্রা বজায় রাখার জন্য উপযােগী দ্রবণের প্রস্তুতিকরণের ওপর একটি অনুচ্ছেদ লেখাে (কমবেশি ১০০ শব্দে):]

Flow chart : Wash hands, pots, spoons, glass-boil one litre water in pot-cool-add six level teaspoons of sugar + half teaspoon of common salt-stir well—ready.

Ans:

PREPARATION OF ORS

Oral Rehydration Solution (ORS) is essential for maintaining the balance of water in one’s body. To prepare this mixture, a few simple steps are to be followed. First, all things to be used for preparing the mixture, namely hands, pots, spoons and glass are to be washed. Then one litre water is boiled in a pot. After that the water is left to cool. Next, six teaspoonful sugar and half teaspoonful common salt are added to the water. Then the mixture is stirred well. Now it is ready for drinking.

ওআরএস তৈরি

মৌখিক পুনরুদন দ্রবণ (ওআরএস) শরীরে জলের মাত্রা ঠিক রাখার জন্য আবশ্যক। এই মিশ্রণটি তৈরি করার জন্য কিছু সহজ ধাপ অনুসরণ করতে হয়। প্রথমে মিশ্রণটি তৈরি করতে যেসব জিনিস ব্যবহার করতে হবে, যেমন হাত, পাত্র, চামচ এবং গ্লাস ধুয়ে নিতে হবে। তারপর একটা পাত্রে এক লিটার জল ফুটিয়ে নিতে হবে। তারপর সেটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। এরপরে ছয় চা-চামচ চিনি এবং আধ চা-চামচ নুন জলে মিশিয়ে নিতে হবে। তারপর মিশ্রণটি ভালােভাবে নেড়ে নিতে হবে। এবার এটা পান করার জন্য তৈরি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “write a paragraph on the preparation of a mixture useful for rehydration or maintaining balance of water in the body | PREPARATION OF ORS”

Leave a Comment

error: Content is protected !!