Write a paragraph on your favourite season with the help of the following points: [নীচের সুত্রগুলির সাহায্যে তােমার প্রিয় ঋতু সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করাে:]
Points: Your favourite season—duration—nature of it—-flowers and fruits—-agricultural benefit—–disadvantages, if any
Ans:-
MY FAVOURITE SEASON
The rainy season is my favourite season. After the tremendous heat of the summer, the rains come as a most welcome visitor. It stays during the months of July and August. During this season the sky remains overcast with clouds and sometimes it rains cats and dogs. Nature appears in full bloom. The plants look fresh and green. The frogs croak, the peacocks dance, the farmers smile and the children enjoy playing in the rain. For our country, it is the most important season as we depend so much on our agriculture. The farmers plough their fields and sow seeds of paddy, the main crop of West Bengal. But the season also causes disasters like floods. It brings misery to the people, especially the poor. Many diseases like cholera, malaria and diarrhoea break out. People living in cities and towns face problems due to waterlogging. Nevertheless, I like this season the most.
আমার প্রিয় ঋতু
বর্ষাকাল হল আমার প্রিয় ঋতু। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের সবচেয়ে স্বাগত অতিথি হিসেবে বর্ষা আসে। জুলাই থেকে আগস্ট এই দুই মাস বর্ষাকাল। এই ঋতুতে আকাশ মেঘাচ্ছন্ন থাকে মাঝে মাঝে মুশলধারে বৃষ্টিপাত হয়। প্রকৃতি পরিপূর্ণ সৌন্দর্যে সেজে ওঠে। গাছপালা সতেজ ও সবুজ হয়ে ওঠে। ব্যাং ডাকে, ময়ূর নাচে, কৃষকদের মুখে হাসি ফোটে, ছােটো ছােটো ছেলেমেয়েরা বৃষ্টিতে খেলার আনন্দে মেতে ওঠে। আমাদের মতাে দেশের ক্ষেত্রে এই ঋতু সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, কারণ কৃষির ওপরই আমরা মূলত নির্ভরশীল। কৃষকেরা তাদের জমিতে লাঙল দেয় এবং পশ্চিমবঙ্গের প্রধান ফসল ধানের বীজ বােনে। কিন্তু এই ঋতু বন্যার মতাে প্রাকৃতিক দুর্যোগও ডেকে আনে। তা সাধারণ মানুষ বিশেষত গরিব লােকেদের দুর্দশার কারণ হয়। কলেরা, ম্যালেরিয়া, ডায়েরিয়া প্রভৃতির মতাে বহু রােগের প্রাদুর্ভাব দেখা যায় এই সময়। শহর ও মফসলের অধিবাসীরা জলজমার সমস্যা ভােগ করেন। তবু যাই হােক না কেন আমি এই ঋতুটিকে সবচেয়ে ভালােবাসি।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।