Write a paragraph on your favourite subject with the help of the following points

Write a paragraph on your favourite subject with the help of the following points: [নীচের সূত্রগুলির সাহায্যে তােমার প্রিয় বিষয় সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করাে:]

Points: Your favourite subject–the reasons behind liking it-its importance—the way you study this subject-how you want to utilise this subject in future

Ans:-

MY FAVOURITE SUBJECT 

My favourite subject is English literature. Since my childhood, I have a great fascination for this. I always get good marks in English. My father always tries to guide me and help me learn the subject easily. English is all about learning grammar properly and reading books on several topics. It is an international language and very essential in the job market. Compared to other subjects like History, Geography and Bengali, it does not require much memorising. I practice grammar lessons to enrich myself and read different story books. English is one of the richest and finest languages of the world. I want to study English well and be a professor of English in future.

আমার প্রিয় বিষয়

ইংরেজি সাহিত্য আমার প্রিয় বিষয়। ছেলেবেলা থেকেই এই বিষয়ের প্রতি আমার গভীর আগ্রহ রয়েছে। ইংরেজিতে আমি বরাবরই ভালাে নম্বর পাই। আমি যাতে সহজেই এই বিষয়টা শিখতে পারি সেজন্য আমার বাবা সবসময় চেষ্টা করেন আমাকে তালিম দিতে ও সাহায্য করতে। ইংরেজি বলতে বােঝায় ব্যাকরণ ঠিকঠাক শেখা এবং বিভিন্ন বিষয়ের বই পড়া। এটি একটি আন্তর্জাতিক ভাষা আর কাজের বাজারেও এটা খুব প্রয়োজনীয় ইতিহাস, ভূগোল, বাংলার মতাে বিষয়গুলির সঙ্গে তুলনা করে বলা যায়, এটা মুখস্ত করার খুব বেশি দরকার পড়ে না। নিজেকে সমাদ্দ করতে আমি ব্যাকরণের অনুশীলনী অভ্যাস করি ও বিভিন্ন গল্পের বই পড়ি। ইংরেজি হল পৃথিবীর সমৃদ্ধতম এবং সুন্দরতম ভাষাগুলির অন্যতম। আমি ভালােভাবে ইংরেজি পড়তে চাই এবং ভবিষ্যতে ইংরেজির অধ্যাপক হতে চাই।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment