Write a paragraph on ‘Your Hobby’ with the help of the following points

Write a paragraph on ‘Your Hobby’ with the help of the following points: [নীচের সূত্রগুলির সাহায্যে ‘তােমার শখ’ এই বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করাে:]

Points: Meaning-different hobbies-your chosen one-how you engage yourself in this hobby-uses of your hobby-your feelings

Ans:-

MY HOBBY 

A hobby is an activity that makes our leisure hours interesting and joyful. Different persons have different hobbies like collecting stamps, coins or antiques, photography, etc. But my hobby is gardening. It is cheap but educative. I enjoy seeing beautiful flowers, a green lawn and green plants at home. I have a small flower garden in front of our house. I visit my garden every day. I sow seeds, prune branches, dig the soil and water the plants. It gives me great pleasure to see the colourful variety of seasonal flowers blooming in full glory in my garden. I sometimes make a bouquet with them as a present on birthdays and anniversaries. I read many books on gardening to learn more about it. I feel proud when my friends admire my garden.

আমার শখ 

শখ এমন এক ধরনের কাজ যা আমাদের অবসর সময়কে করে তােলে আকর্ষণীয় ও আনন্দময়। বিভিন্ন লােকের শখ বিভিন্ন রকমের হয় যেমন—ডাকটিকিট, মুদ্রা, বা প্রাচীন জিনিসপত্র সংগ্রহ, আলােকচিত্র ভােলা ইত্যাদি। কিন্তু আমার শখ হল বাগান করা। এর জন্য খরচ কম কিন্তু এটি শিক্ষামূলক। বাড়িতে সুন্দর সুন্দর ফুল, সবুজ ঘাসে ভরা লন এবং সবুজ গাছপালা দেখতে আমার খুব ভালাে লাগে। আমাদের বাড়ির সামনে আমার একটি ছােটো ফুলবাগান রয়েছে। আমি আমার বাগানে প্রতিদিন যাই। আমি বীজ বুনি, ডালপালা হেঁটে দিই, মাটি কোপাই, আর চারাগাছগুলােতে জল দিই। আমার বাগানে মরশুমি বিভিন্ন রঙের ফুল যখন ফুটে থাকে তখন সেগুলির দিকে তাকিয়ে আমি ভীষণ আনন্দ পাই। কখনাে কখনাে জন্মদিনে বা বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে উপহার দেবার জন্য আমার বাগানের ফুল দিয়ে ফুলের তােড়া বানাই। বাগান পরিচর্যার ওপর অনেক বই আমি পড়ি। যখন আমার বন্ধুরা আমার বাগানের প্রশংসা করে তখন আমার খুব গর্ব বােধ হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment