Write a paragraph on your town with the help of the following points: [নীচের সূত্রগুলির সাহায্যে তােমার শহর সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করাে:]
Points: Name of the town-location-population main occupations post offices, schools, colleges, banks, markets, temples-various problems also-your feeling
Ans:-
MY TOWN
I live in the small town of Dakshineswar. It is situated in the district of North 24 Parganas. It is about 10 kms away from Kolkata. It is an old town on the river Hooghly. It is well connected with Kolkata by railways and bus routes. It has a population of about one lakh. Most people here are either servicemen or businessmen. We have all amenities in our town. There are four post offices, a number of primary schools, secondary schools and two colleges too. There are four banks, two hospitals, six market complexes and two cinema halls in our town. The town has many places worth seeing, like Dakshineswar Kalimandir, Adyapeath, etc. Festivals like Durga Puja, Kali Puja, etc. are celebrated with great enthusiasm. There are sufficient arrangements of games and sports in our town. But our town suffers from some problems like bad roads and improper drainage system. Despite these shortcomings our town is very dear to me.
আমার শহর
আমি একটি ছােট্ট শহরে বাস করি যার নাম দক্ষিণেশ্বর। এটি উত্তর ২৪ পরগণা জেলায় অবস্থিত। কলকাতা থেকে এর দূরত্ব প্রায় ১০ কিলােমিটার। হুগলি নদীর তীরে অবস্থিত এই শহরটি বেশ প্রাচীন। রেলপথে এবং সড়কপথে কলকাতার সঙ্গে এর ভালাে যােগাযােগ রয়েছে। এর জনসংখ্যা প্রায় এক লক্ষ। এখানকার অধিকাংশ অধিবাসীই হয় চাকুরে না হয় ব্যবসায়ী। আমাদের শহরে সবরকমের সুযােগসুবিধা রয়েছে। এখানে চারটে পােস্ট অফিস, কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং দুটি কলেজও রয়েছে। আমাদের শহরে চারটি ব্যাংক, দুটি হাসপাতাল, ছয়টি বহুতল বাজার এবং দুটি সিনেমা হল রয়েছে। শহরে দক্ষিণেশ্বর কালিমন্দির, আদ্যাপীঠ ইত্যাদির মতাে দ্রষ্টব্য স্থান রয়েছে। প্রবল উৎসাহের সঙ্গে এখানে দুর্গাপুজো, কালিপুজোর মতাে উৎসব অনুষ্ঠান পালিত হয়। আমাদের শহরে খেলাধুলারও যথেষ্ট ব্যবস্থা রয়েছে। তবে আমাদের শহরের কয়েকটি সমস্যা হল খারাপ রাস্তাঘাট আর ত্রুটিপূর্ণ নিকাশি ব্যবস্থা। এই সব সমস্যা সত্ত্বেও আমাদের শহর আমার খুব প্রিয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।